নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন বছরের বেশি সময় বাংলাদেশের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। যদিও সাফল্যের পাল্লা খুব বেশি ভারী নয়। ৩১ ম্যাচে ডাগআউটে থেকে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছেন। তাঁর কৌশল বরাবরই সমালোচনার জন্ম দেয় সমর্থকদের মধ্যে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আস্থা হারাননি তিনি।
কাবরেরা এর মধ্যেই দলে পেয়েছেন হামজা চৌধুরীকে। যোগ হয়েছেন শমিত শোম ও ফাহামিদুল ইসলামও। তাই কাল সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে আছে। তবে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন না হলে দিন শেষে হতাশই হতে হবে। জয়ের ব্যাপারে কাবরেরাও আশাবাদী। তবে হেরে গেলে তোপের মুখে পড়তে পারেন তিনি। কিন্তু চাকরি হারানোর ভয় কাজ করছে না তাঁর মধ্যে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি যদি ভুল না করে থাকি, আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি আছে আমার।’
প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মতামতই থাকে। সব ঠিক থাকলে কালকের ম্যাচে একাদশে থাকছেন হামজা ও শমিত। সব মিলিয়ে ৬ প্রবাসী ফুটবলারকে নামানোর সুযোগ আছে কাবরেরার হাতে, ‘আমি মনে করি, মানসম্পন্ন খেলোয়াড় যোগ হওয়াটা দারুণ ব্যাপার। তবে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় খেলোয়াড় আছে, যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে। এখান থেকে প্রচুর প্রতিভা উঠে আসছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট ও সতর্ক স্কাউটিং প্রক্রিয়ার মাধ্যমে সেই সব খেলোয়াড়দের দলে আনা উচিত, যারা সত্যিকার অর্থে দলে প্রভাব ফেলতে পারে। আমি তাই মনে করি, এই বিষয় নিয়ে শুধু ইতিবাচকভাবেই চিন্তা করা যায়।’
৩১ ম্যাচের একটিতেও পেনাল্টির দেখা পাননি কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচে পেনাল্টি পাওয়ার আশা করছেন তিনি। যদিও স্পটকিক কে নেবেন, সেটা এখনো ঠিক করেননি, ‘আমাদের অনেকেই আছে যারা ভালো পেনাল্টি নিতে পারে। প্রধান কোচ থাকাকালীন আমি কখনোই পেনাল্টি পাইনি। আশা করি কালই প্রথম পেনাল্টির দেখা পাব।’

তিন বছরের বেশি সময় বাংলাদেশের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। যদিও সাফল্যের পাল্লা খুব বেশি ভারী নয়। ৩১ ম্যাচে ডাগআউটে থেকে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছেন। তাঁর কৌশল বরাবরই সমালোচনার জন্ম দেয় সমর্থকদের মধ্যে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আস্থা হারাননি তিনি।
কাবরেরা এর মধ্যেই দলে পেয়েছেন হামজা চৌধুরীকে। যোগ হয়েছেন শমিত শোম ও ফাহামিদুল ইসলামও। তাই কাল সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে আছে। তবে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন না হলে দিন শেষে হতাশই হতে হবে। জয়ের ব্যাপারে কাবরেরাও আশাবাদী। তবে হেরে গেলে তোপের মুখে পড়তে পারেন তিনি। কিন্তু চাকরি হারানোর ভয় কাজ করছে না তাঁর মধ্যে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি যদি ভুল না করে থাকি, আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি আছে আমার।’
প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মতামতই থাকে। সব ঠিক থাকলে কালকের ম্যাচে একাদশে থাকছেন হামজা ও শমিত। সব মিলিয়ে ৬ প্রবাসী ফুটবলারকে নামানোর সুযোগ আছে কাবরেরার হাতে, ‘আমি মনে করি, মানসম্পন্ন খেলোয়াড় যোগ হওয়াটা দারুণ ব্যাপার। তবে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় খেলোয়াড় আছে, যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে। এখান থেকে প্রচুর প্রতিভা উঠে আসছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট ও সতর্ক স্কাউটিং প্রক্রিয়ার মাধ্যমে সেই সব খেলোয়াড়দের দলে আনা উচিত, যারা সত্যিকার অর্থে দলে প্রভাব ফেলতে পারে। আমি তাই মনে করি, এই বিষয় নিয়ে শুধু ইতিবাচকভাবেই চিন্তা করা যায়।’
৩১ ম্যাচের একটিতেও পেনাল্টির দেখা পাননি কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচে পেনাল্টি পাওয়ার আশা করছেন তিনি। যদিও স্পটকিক কে নেবেন, সেটা এখনো ঠিক করেননি, ‘আমাদের অনেকেই আছে যারা ভালো পেনাল্টি নিতে পারে। প্রধান কোচ থাকাকালীন আমি কখনোই পেনাল্টি পাইনি। আশা করি কালই প্রথম পেনাল্টির দেখা পাব।’

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৫ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে