Ajker Patrika

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৯
চলতি পর্বে এটা চট্টগ্রামের দ্বিতীয় জয়
চলতি পর্বে এটা চট্টগ্রামের দ্বিতীয় জয়

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পর্ব শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হেরে যায় চট্টগ্রাম কিংস। ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিল না তারা। ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে শেখ মেহেদি হাসানের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন বোলাররাই চট্টগ্রামের জয়ের ভীত গড়ে দেয়। শরিফুল ইসলাম, তানভীর ইসলামদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে লড়াইয়ের পুঁজি পায়নি ঢাকা। ২ বল বাকি থাকতে ১২২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ঢাকার মান বাঁচিয়েছেন মোহাম্মদ সাইফ উদ্দীন। দলীয় ৬৭ রানে ৭ উইকেট হারানোর পর তাঁর কল্যাণেই ১০০ ছাড়ানো সংগ্রহ পায় মোহাম্মদ মিঠুনের দল।

টস হেরে আগে ব্যাট করতে নামা ঢাকাকে হতাশ করেন সাইফ হাসান, জুবায়েদ আকবরি, মিঠুন, সাব্বির রহমানরা। ওপরের সারির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করেন উসমান খান। গতকাল সিলেট টাইটানসের বিপক্ষে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শামিম হোসেন। আজ বিপদের দিনে হাল ধরতে পারেনি এই ফিনিশার। আউট হন মাত্র ৪ রান করে।

শেষ দিকে ২৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রান করেন সাইফ উদ্দীন। ১৭ রান করতে ২০ বল খেলেন নাসির হোসেন। চট্টগ্রামের হয় বল হাতে সবচেয়ে সফল তানভীর। ৩ উইকেট নেন এই স্পিনার। ৪ ওভারে তাঁর খরচ মাত্র ৮ রান। তানভীরের সমান ৩ উইকেট নিতে ১৮ রান দেন শরিফুল। ৩৪ রানের বিনিময়ে ২ ব্যাটারকে ফেরান চট্টগ্রামের অধিনায়ক মেহেদি।

মামুলি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাঈমের ফিফটিতে ৪৪ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম। ৬০ রান করেন রসিংটন। ৯ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর ৩৬ বলের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৪০ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৪ রানের ইনিংস খেলেন নাঈম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত