ক্রীড়া ডেস্ক

টানা ৩ হারে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হেরেছে ইংল্যান্ড। অবশেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অজিদের হারিয়ে ব্যবধান কমিয়েছে তারা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মর্যাদাপূর্ণ সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। ম্যাচটির জন্য ১২ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড।
ফেরানো হয়েছে শোয়েব বশির ও ম্যাথু পটসকে। অ্যাশেজে দলের সঙ্গে থাকলেও আগের চার টেস্টের একাদশে থাকার সুযোগ হয়নি এই পেসারের। চতুর্থ টেস্টে গাস অ্যাটকিনসন চোট পাওয়ায় মাঠে নামার অপেক্ষায় আছেন এই পেসার।
২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পটসের। সবশেষ ম্যাচটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে, হ্যামিল্টনে একই একই দলের বিপক্ষে। শুরুটা দারুণ হয়েছিল তাঁর। প্রথম ৫ টেস্টে ২৮ গড়ে নিয়েছিলেন ২০ উইকেট। পরের ৫ টেস্টে এই বোলারের শিকার ১৬ উইকেট। এমন পারফরম্যান্সের পরও দলে নিয়মিত হতে পারেননি। গত বছর জেমি ওভারটন অবসর নেওয়ায় নতুন করে দলে এসেছেন পটস।
বশির এর আগে সবশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে, ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে। ইনজুরির কারণে সে টেস্টের পর দল ছিটকে যান এই স্পিনার। সিডনি টেস্টের জন্য ১২ সদস্যের দলে ডাক পেলেও একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একাদশে উইল জ্যাকসের থাকা এক রকম নিশ্চিত। অফস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কার্যকরী তিনি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের পঞ্চম এবং শেষ টেস্ট শুরু হবে আগামী ৪ জানুয়ারি। অস্ট্রেলিয়া ছাইদানি নিশ্চিত করায় পরবর্তী ম্যাচটিও নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের জন্য।
সিডনি টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টাং।

টানা ৩ হারে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হেরেছে ইংল্যান্ড। অবশেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অজিদের হারিয়ে ব্যবধান কমিয়েছে তারা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মর্যাদাপূর্ণ সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। ম্যাচটির জন্য ১২ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড।
ফেরানো হয়েছে শোয়েব বশির ও ম্যাথু পটসকে। অ্যাশেজে দলের সঙ্গে থাকলেও আগের চার টেস্টের একাদশে থাকার সুযোগ হয়নি এই পেসারের। চতুর্থ টেস্টে গাস অ্যাটকিনসন চোট পাওয়ায় মাঠে নামার অপেক্ষায় আছেন এই পেসার।
২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পটসের। সবশেষ ম্যাচটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে, হ্যামিল্টনে একই একই দলের বিপক্ষে। শুরুটা দারুণ হয়েছিল তাঁর। প্রথম ৫ টেস্টে ২৮ গড়ে নিয়েছিলেন ২০ উইকেট। পরের ৫ টেস্টে এই বোলারের শিকার ১৬ উইকেট। এমন পারফরম্যান্সের পরও দলে নিয়মিত হতে পারেননি। গত বছর জেমি ওভারটন অবসর নেওয়ায় নতুন করে দলে এসেছেন পটস।
বশির এর আগে সবশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে, ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে। ইনজুরির কারণে সে টেস্টের পর দল ছিটকে যান এই স্পিনার। সিডনি টেস্টের জন্য ১২ সদস্যের দলে ডাক পেলেও একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একাদশে উইল জ্যাকসের থাকা এক রকম নিশ্চিত। অফস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কার্যকরী তিনি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের পঞ্চম এবং শেষ টেস্ট শুরু হবে আগামী ৪ জানুয়ারি। অস্ট্রেলিয়া ছাইদানি নিশ্চিত করায় পরবর্তী ম্যাচটিও নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের জন্য।
সিডনি টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টাং।

১৭ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। তবু ঘরের মাঠে বাংলাদেশের খেলা থাকলেই সাকিব ভক্তের উপস্থিতি চোখে পড়ার মতো। তাঁর পোস্টার-প্ল্যাকার্ডও স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায়। তবে এসব নিয়ে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়তে হচ্ছে ভক্তদের। তা দেখে সাকিবের মনে স
৩৩ মিনিট আগে
ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ফলে ব্যাপারটা আইসিসিতে যাওয়া উচিত—কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন সাকিব আল হাসান। তাঁর এই কথায় ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া হয়েছে। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া এই তারকা অলরাউন্ডার মনে করেন, ব্যাপারটা যদি আইসিসি পর্যন্ত গড়ায়, সে ক্ষেত্রে যেকোনো
১ ঘণ্টা আগে
২০২৪ সালের দুঃস্মৃতি এখনো দগদগে দক্ষিণ আফ্রিকার ভক্তদের মনে। দেখতে দেখতেই আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নামছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্ব।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পর্ব শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হেরে যায় চট্টগ্রাম কিংস। ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিল না তারা। ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে শেখ মেহেদি হাসানের দল।
৩ ঘণ্টা আগে