আজকের পত্রিকা ডেস্ক

আলোচিত-সমালোচিত বিপিএল এবার শেষের পথে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস—কার হাতে উঠবে সোনালি ট্রফি। তা জানার জন্য অবশ্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগেই জেনে রাখুন—এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল আড়াই কোটি টাকা।
আর ফাইনালের সময় ১ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল আগামীকাল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময় অনুযায়ী ফাইনাল হবে সন্ধ্যা ৬টায়।
রানার্সআপ দলের জন্যও থাকছে কোটি টাকারও বেশি প্রাইজমানি, তারা পবে দেড় কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অবশ্য আগেই ঠিক হয়েছে। চিটাগংয়ের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারা খুলনা টাইগার্স পাচ্ছে ৬০ লাখ টাকা। এলিমিনেটরে বাদ পড়া রংপুর রাইডার্সের কপালে জুটেছে ৪০ লাখ টাকা।
এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা সমমূল্যের বাইক। ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকা।
গত আসরে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল দুই কোটি টাকা। এক কোটি টাকা পেয়েছে রানার্সআপ দল। এবার অবশ্য দুই দলের জন্যই ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। তবে ফাইনালসেরা ও টুর্নামেন্টসেরার প্রাইজমানি থাকছে আগের মতোই।
বিপিএলে কে কত পাচ্ছে
চ্যাম্পিয়ন দল: ২ কোটি ৫০ লাখ টাকা।
রানার্সআপ দল: ১ কোটি ৫০ লাখ টাকা।
তৃতীয় দল: ৬০ লাখ টাকা।
চতুর্থ দল: ৪০ লাখ টাকা।
টুর্নামেন্টসেরা: ১০ লাখ টাকা।
ফাইনালসেরা: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেটশিকারি: ৫ লাখ টাকা।
সেরা উদীয়মান খেলোয়াড়: ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা।

আলোচিত-সমালোচিত বিপিএল এবার শেষের পথে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস—কার হাতে উঠবে সোনালি ট্রফি। তা জানার জন্য অবশ্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগেই জেনে রাখুন—এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল আড়াই কোটি টাকা।
আর ফাইনালের সময় ১ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল আগামীকাল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময় অনুযায়ী ফাইনাল হবে সন্ধ্যা ৬টায়।
রানার্সআপ দলের জন্যও থাকছে কোটি টাকারও বেশি প্রাইজমানি, তারা পবে দেড় কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অবশ্য আগেই ঠিক হয়েছে। চিটাগংয়ের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারা খুলনা টাইগার্স পাচ্ছে ৬০ লাখ টাকা। এলিমিনেটরে বাদ পড়া রংপুর রাইডার্সের কপালে জুটেছে ৪০ লাখ টাকা।
এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা সমমূল্যের বাইক। ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকা।
গত আসরে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল দুই কোটি টাকা। এক কোটি টাকা পেয়েছে রানার্সআপ দল। এবার অবশ্য দুই দলের জন্যই ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। তবে ফাইনালসেরা ও টুর্নামেন্টসেরার প্রাইজমানি থাকছে আগের মতোই।
বিপিএলে কে কত পাচ্ছে
চ্যাম্পিয়ন দল: ২ কোটি ৫০ লাখ টাকা।
রানার্সআপ দল: ১ কোটি ৫০ লাখ টাকা।
তৃতীয় দল: ৬০ লাখ টাকা।
চতুর্থ দল: ৪০ লাখ টাকা।
টুর্নামেন্টসেরা: ১০ লাখ টাকা।
ফাইনালসেরা: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেটশিকারি: ৫ লাখ টাকা।
সেরা উদীয়মান খেলোয়াড়: ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে