ক্রীড়া ডেস্ক

সব কিছু ঠিক থাকলে হয়তো মেয়েকে নিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন করতে পারেন লুইস এনরিকে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। দুরারোগ্য ক্যানসারে ভুগে না ফেরার দেশে চলে গেছে এনরিকে কন্যা জানা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত কন্যার কথা মনে পড়ল এনরিকের।
ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এনরিকেকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বাজার আগেই দেখা গেল অন্য রূপে। কারণ, পিএসজি ততক্ষণে ৫-০ গোলে এগিয়ে গেছে। এমন পর্যায়ে ইন্টার মিলানের জয় এক রকম অসম্ভব। চ্যাম্পিয়ন হওয়ার পর দুই হাত তুলে উদ্যাপন তো এনরিকে করেছেন। ম্যাচ শেষে শিষ্যদের জড়িয়ে ধরে করেছেন উল্লাস।
পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে এনরিকের মনে পড়েছে প্রয়াত মেয়ে জানার কথা। স্প্যানিশ কোচ বলেন, ‘আমার মেয়ে সেখানে (ফাইনাল) থাকবে না। শারীরিকভাবে তার উপস্থিতি পাওয়া যাবে না। তবে আধ্যাত্মিকভাবে থাকবে। আমার হৃদয়ে সে সব সময় থাকবে। আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন আমাকে যা দিয়েছে, সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছি।’
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকের পরনে দেখা গেল জানা ফাউন্ডেশনের কালো টি-শার্ট। টি-শার্টের সামনে বুকের ওপর ১০ বছর আগের সেই ছবিটির মতো বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ রয়েছে। এই আবেগ যে ছুঁয়ে গেল পিএসজির সমর্থকদের মধ্যেও। আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মারা ততক্ষণে ট্রফি নিয়ে উল্লাসে মত্ত। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে ভেসে উঠল এনরিকে ও তাঁর প্রয়াত মেয়েকে নিয়ে বানানো বড় এক তিফো। তাতে দেখা গেছে, মাঠে পিএসজির পতাকা পুঁতছেন এনরিকে। জানা দাঁড়িয়ে রয়েছে পাশেই। এনরিকে কন্যার পরনে পিএসজির ৮ নম্বর জার্সি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্যুট পরা এনরিকে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। একটু দূরেই তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার পতাকা। মেয়ের কাণ্ড দেখে বাবা যে খুশিতে আটখানা। সামাজিক মাধ্যমে এনরিকে-জানার বার্সেলোনার পতাকা পোঁতার ছবি এখন ভাইরাল। ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের। তবে সেই জানা ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেছে না ফেরার দেশে। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের আগে পুরোনো স্মৃতিচারণ করে এনরিকে বলেন, ‘আমার অনেক মনে রাখার মতো স্মৃতি রয়েছে। আমার মে জানা পার্টি পছন্দ করত। বার্লিনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার সঙ্গে এক স্মৃতি হয়েছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বার্সেলোনার পতাকা পোঁতার একটি স্মৃতি রয়েছে।’
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার নেমেছে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির কাছে ছিল ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশন। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও খবর পড়ুন:

সব কিছু ঠিক থাকলে হয়তো মেয়েকে নিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন করতে পারেন লুইস এনরিকে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। দুরারোগ্য ক্যানসারে ভুগে না ফেরার দেশে চলে গেছে এনরিকে কন্যা জানা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত কন্যার কথা মনে পড়ল এনরিকের।
ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এনরিকেকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বাজার আগেই দেখা গেল অন্য রূপে। কারণ, পিএসজি ততক্ষণে ৫-০ গোলে এগিয়ে গেছে। এমন পর্যায়ে ইন্টার মিলানের জয় এক রকম অসম্ভব। চ্যাম্পিয়ন হওয়ার পর দুই হাত তুলে উদ্যাপন তো এনরিকে করেছেন। ম্যাচ শেষে শিষ্যদের জড়িয়ে ধরে করেছেন উল্লাস।
পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে এনরিকের মনে পড়েছে প্রয়াত মেয়ে জানার কথা। স্প্যানিশ কোচ বলেন, ‘আমার মেয়ে সেখানে (ফাইনাল) থাকবে না। শারীরিকভাবে তার উপস্থিতি পাওয়া যাবে না। তবে আধ্যাত্মিকভাবে থাকবে। আমার হৃদয়ে সে সব সময় থাকবে। আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন আমাকে যা দিয়েছে, সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছি।’
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকের পরনে দেখা গেল জানা ফাউন্ডেশনের কালো টি-শার্ট। টি-শার্টের সামনে বুকের ওপর ১০ বছর আগের সেই ছবিটির মতো বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ রয়েছে। এই আবেগ যে ছুঁয়ে গেল পিএসজির সমর্থকদের মধ্যেও। আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মারা ততক্ষণে ট্রফি নিয়ে উল্লাসে মত্ত। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে ভেসে উঠল এনরিকে ও তাঁর প্রয়াত মেয়েকে নিয়ে বানানো বড় এক তিফো। তাতে দেখা গেছে, মাঠে পিএসজির পতাকা পুঁতছেন এনরিকে। জানা দাঁড়িয়ে রয়েছে পাশেই। এনরিকে কন্যার পরনে পিএসজির ৮ নম্বর জার্সি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্যুট পরা এনরিকে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। একটু দূরেই তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার পতাকা। মেয়ের কাণ্ড দেখে বাবা যে খুশিতে আটখানা। সামাজিক মাধ্যমে এনরিকে-জানার বার্সেলোনার পতাকা পোঁতার ছবি এখন ভাইরাল। ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের। তবে সেই জানা ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেছে না ফেরার দেশে। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের আগে পুরোনো স্মৃতিচারণ করে এনরিকে বলেন, ‘আমার অনেক মনে রাখার মতো স্মৃতি রয়েছে। আমার মে জানা পার্টি পছন্দ করত। বার্লিনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার সঙ্গে এক স্মৃতি হয়েছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বার্সেলোনার পতাকা পোঁতার একটি স্মৃতি রয়েছে।’
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার নেমেছে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির কাছে ছিল ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশন। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও খবর পড়ুন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৪ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৭ ঘণ্টা আগে