ক্রীড়া ডেস্ক

স্বপ্ন দেখার শুরুটা নেইমারকে। এরপর কত তারকাই তো এলেন। খেলে গেছেন লিওনেল মেসিও। হালের অন্যতম সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কত নাটকই তো হলো। কিন্তু তাঁরা কি পেরেছেন? উত্তরটা সবারই জানা। তবে পেরেছেন দেজিরে দুয়ে। তাঁকে দিয়ে সোনা ফলিয়ে কোচ লুইস এনরিকে পিএসজিকে এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা।
আর ইন্টার মিলান? যতটা দ্রুত সম্ভব দুঃস্বপ্নের ফাইনালটি ভুলে যেতে চাইবে তারা। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর দুটি ম্যাচ উপহার দেওয়া দলটি কিনা একেবারেই বিপরীত রূপে হাজির৷ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ইতিহাসে কোনো দলই এভাবে গুঁড়িয়ে যায়নি, এভাবে বিধ্বস্ত হয়নি, যেভাবে ইন্টার হয়েছে। পিএসজির শিরোপার জয়ের মাত্রাটা তাই অনন্য। কারণ ফাইনাল ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই আর কোনো ক্লাবের।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টারের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পিএসজির সময় লাগে ১২ মিনিট। ভিতিনিয়ার নিঁখুত থ্রু বল বক্সের ভেতর থেকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন দেজিরে দুয়ে। ৬ গজের বক্সে তখন ফাঁকায় ছিলেন আশরাফ হাকিমি। দুয়ের কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার।
গোল করে অবশ্য তেমন কোনো উদযাপন করেননি হাকিমি। কারণ একটি মৌসুম যে ইন্টারে কাটিয়েছেন তিনি।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুয়ে। দ্রুত এক পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত ধরে এগিয়ে যান ওসমান দেম্বেলে। দারুণ এক ক্রসে বল বাড়ান ডান প্রান্তে থাকা দুয়েকে। ক্ষিপ্র গতির ভলিতে দুয়ে জাল কাঁপিয়ে নাম লেখান ইতিহাসে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট আছে ৬ ফুটবলারের। কিন্তু বাকি পাঁচজনের কেউই দুয়ের চেয়ে কম বয়সে (১৯ বছর ৩৬২ দিন) এই ক্লাবে নাম লেখাননি।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে পিএসজি। ৬৩ মিনিটে ভিতিনিয়ার পাস থেকে দ্যুতি ছড়ানো দুয়ে দ্বিতীয় গোলটি করে বুঝিয়ে দেন এই শিরোপা মিলানে নয় উঠছে প্যারিসের বিমানে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এর আগে কেউই সরাসরি তিন গোলে অবদান রাখতে পারেননি। ৭৩ মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়া ও ৮৬ মিনিটে সেনি মায়ুলুর গোল ইন্টারের অসহায়ত্বকে আরও ফুটিয়ে তোলে।
৩২ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোনো ফরাসি ক্লাবে। আর প্যারিসে প্রথমবার। সেজন্য একটি বড় ধন্যবাদ তো পেতেই পারেন লুইস এনরিকে। আনকোরা দলটিকে নিয়ে স্বপ্ন ছুঁয়ে দেখেছেন তিনি। দিয়েছেন নবম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বাদ। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতে নিজেও নাম লিখিয়েন বিরল ক্লাবে। ভালোবাসার শহর প্যারিসের হৃদয়ে এই স্প্যানিশ কোচ গেঁঁথে গেলেন আজীবনের জন্য।

স্বপ্ন দেখার শুরুটা নেইমারকে। এরপর কত তারকাই তো এলেন। খেলে গেছেন লিওনেল মেসিও। হালের অন্যতম সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কত নাটকই তো হলো। কিন্তু তাঁরা কি পেরেছেন? উত্তরটা সবারই জানা। তবে পেরেছেন দেজিরে দুয়ে। তাঁকে দিয়ে সোনা ফলিয়ে কোচ লুইস এনরিকে পিএসজিকে এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা।
আর ইন্টার মিলান? যতটা দ্রুত সম্ভব দুঃস্বপ্নের ফাইনালটি ভুলে যেতে চাইবে তারা। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর দুটি ম্যাচ উপহার দেওয়া দলটি কিনা একেবারেই বিপরীত রূপে হাজির৷ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ইতিহাসে কোনো দলই এভাবে গুঁড়িয়ে যায়নি, এভাবে বিধ্বস্ত হয়নি, যেভাবে ইন্টার হয়েছে। পিএসজির শিরোপার জয়ের মাত্রাটা তাই অনন্য। কারণ ফাইনাল ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই আর কোনো ক্লাবের।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টারের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পিএসজির সময় লাগে ১২ মিনিট। ভিতিনিয়ার নিঁখুত থ্রু বল বক্সের ভেতর থেকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন দেজিরে দুয়ে। ৬ গজের বক্সে তখন ফাঁকায় ছিলেন আশরাফ হাকিমি। দুয়ের কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার।
গোল করে অবশ্য তেমন কোনো উদযাপন করেননি হাকিমি। কারণ একটি মৌসুম যে ইন্টারে কাটিয়েছেন তিনি।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুয়ে। দ্রুত এক পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত ধরে এগিয়ে যান ওসমান দেম্বেলে। দারুণ এক ক্রসে বল বাড়ান ডান প্রান্তে থাকা দুয়েকে। ক্ষিপ্র গতির ভলিতে দুয়ে জাল কাঁপিয়ে নাম লেখান ইতিহাসে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট আছে ৬ ফুটবলারের। কিন্তু বাকি পাঁচজনের কেউই দুয়ের চেয়ে কম বয়সে (১৯ বছর ৩৬২ দিন) এই ক্লাবে নাম লেখাননি।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে পিএসজি। ৬৩ মিনিটে ভিতিনিয়ার পাস থেকে দ্যুতি ছড়ানো দুয়ে দ্বিতীয় গোলটি করে বুঝিয়ে দেন এই শিরোপা মিলানে নয় উঠছে প্যারিসের বিমানে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এর আগে কেউই সরাসরি তিন গোলে অবদান রাখতে পারেননি। ৭৩ মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়া ও ৮৬ মিনিটে সেনি মায়ুলুর গোল ইন্টারের অসহায়ত্বকে আরও ফুটিয়ে তোলে।
৩২ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোনো ফরাসি ক্লাবে। আর প্যারিসে প্রথমবার। সেজন্য একটি বড় ধন্যবাদ তো পেতেই পারেন লুইস এনরিকে। আনকোরা দলটিকে নিয়ে স্বপ্ন ছুঁয়ে দেখেছেন তিনি। দিয়েছেন নবম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বাদ। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতে নিজেও নাম লিখিয়েন বিরল ক্লাবে। ভালোবাসার শহর প্যারিসের হৃদয়ে এই স্প্যানিশ কোচ গেঁঁথে গেলেন আজীবনের জন্য।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
২০ মিনিট আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৩৬ মিনিট আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
২ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৩ ঘণ্টা আগে