
যেসব বয়স্ক ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন তাঁদের আলঝেইমারে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বিশেষ করে ৮৫ বছরের বেশি বয়সী নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সম্প্রতি জার্নাল অব আলঝেইমার ডিজিজে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে এই তথ্য জানা গেছে।
ওই গবেষণাপত্রে বলা হয়েছে, ৬৫ বছর বা তার চেয়েও বেশি বয়সী প্রায় ৬২ লাখ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। ওই ব্যক্তিরা ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত আলঝেইমারের চিকিৎসা নিয়েছিলেন। তাঁদের কারোরই আগে কোনো ধরনের আলঝেইমার ছিল না। দেখা গেছে, তাঁদের মধ্যে যাঁরা কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন তাঁদের আলাঝেইমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্তত ৫০ থেকে ৮০ শতাংশ বেড়ে গেছে। তবে, ৮৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীদের মধ্যে এই হার আরও বেশি।
ওই গবেষণাপত্রের অন্যতম লেখক এবং পামেলা ডেভিস এই বিষয়ে বলেছেন, ‘কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ফলে কোনো ব্যক্তির মধ্যে আলঝেইমার বিকাশে যে কারণগুলো ভূমিকা পালন করে তা খুব এখনো স্পষ্ট বোঝা যায়নি। তবে আমরা দুটি গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পেয়েছি। একটি হলো অনেক আগে থেকেই আলঝেইমারের সংক্রমণ, ভাইরাল সংক্রমণ এবং মস্তিষ্কে প্রদাহের সৃষ্টি।’
পামেলা ডেভিস আরও বলেন, ‘যেহেতু সার্স–কভ–২ ভাইরাসের সঙ্গে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত এবং এর ফলে স্নায়ুতন্ত্র ফুলে যাওয়াসহ নানা অস্বাভাবিকতা দেখা দেয়। আমরা যে বিষয়টি পরীক্ষা করতে চেয়েছি, তা হলো কোভিড আক্রান্ত হলে এই রোগ (আলঝেইমার) বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।’
রঙ সু নামে ওই গবেষণার আরেক গবেষক জানিয়েছেন, তাদের এই গবেষণা আলঝেইমারের সঙ্গে কোভিড–১৯ এর সম্পর্ক কার্যকরভাবে জানা যাবে। তাঁরা আরও জানিয়েছেন, তাদের এই গবেষণা কোভিড–১৯ এর চিকিৎসা নিয়ে নতুন করে ভাবতে পথ দেখাবে।

যেসব বয়স্ক ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন তাঁদের আলঝেইমারে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বিশেষ করে ৮৫ বছরের বেশি বয়সী নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সম্প্রতি জার্নাল অব আলঝেইমার ডিজিজে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে এই তথ্য জানা গেছে।
ওই গবেষণাপত্রে বলা হয়েছে, ৬৫ বছর বা তার চেয়েও বেশি বয়সী প্রায় ৬২ লাখ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। ওই ব্যক্তিরা ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত আলঝেইমারের চিকিৎসা নিয়েছিলেন। তাঁদের কারোরই আগে কোনো ধরনের আলঝেইমার ছিল না। দেখা গেছে, তাঁদের মধ্যে যাঁরা কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন তাঁদের আলাঝেইমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্তত ৫০ থেকে ৮০ শতাংশ বেড়ে গেছে। তবে, ৮৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীদের মধ্যে এই হার আরও বেশি।
ওই গবেষণাপত্রের অন্যতম লেখক এবং পামেলা ডেভিস এই বিষয়ে বলেছেন, ‘কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ফলে কোনো ব্যক্তির মধ্যে আলঝেইমার বিকাশে যে কারণগুলো ভূমিকা পালন করে তা খুব এখনো স্পষ্ট বোঝা যায়নি। তবে আমরা দুটি গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পেয়েছি। একটি হলো অনেক আগে থেকেই আলঝেইমারের সংক্রমণ, ভাইরাল সংক্রমণ এবং মস্তিষ্কে প্রদাহের সৃষ্টি।’
পামেলা ডেভিস আরও বলেন, ‘যেহেতু সার্স–কভ–২ ভাইরাসের সঙ্গে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত এবং এর ফলে স্নায়ুতন্ত্র ফুলে যাওয়াসহ নানা অস্বাভাবিকতা দেখা দেয়। আমরা যে বিষয়টি পরীক্ষা করতে চেয়েছি, তা হলো কোভিড আক্রান্ত হলে এই রোগ (আলঝেইমার) বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।’
রঙ সু নামে ওই গবেষণার আরেক গবেষক জানিয়েছেন, তাদের এই গবেষণা আলঝেইমারের সঙ্গে কোভিড–১৯ এর সম্পর্ক কার্যকরভাবে জানা যাবে। তাঁরা আরও জানিয়েছেন, তাদের এই গবেষণা কোভিড–১৯ এর চিকিৎসা নিয়ে নতুন করে ভাবতে পথ দেখাবে।

একটা নীল রঙের ফুল আছে, যার নাম ফরগেট-মি-নট (Forget-me-not)। এই ফুলের সঙ্গে একটা লোককথা জড়িত। মর্মস্পর্শী ওই কাহিনীটি এমন যে, জার্মানির এক নাইট তাঁর প্রেমিকাকে নিয়ে নদীর ধারে হাঁটছিলেন। নদীর পাড়ে ছোট সুন্দর নীল ফুলের সারি দেখতে পেয়ে ওই নাইট প্রেমিকাকে ফুল দিয়ে খুশি করতে চান।
১ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। চীনা কৃষিবিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক হাইব্রিড ধান উদ্ভাবন করেছেন, যা বীজের মাধ্যমে নিজেকে ‘ক্লোন’ বা হুবহু প্রতিলিপি তৈরি করতে পারে। এই আবিষ্কারের ফলে প্রতিবছর কৃষকদের চড়া দামে নতুন হাইব্রিড বীজ কেনার চিরাচরিত বাধ্যবাধকতা ভেঙে
১ দিন আগে
সম্প্রতি অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত এযাবৎকালের সবচেয়ে বড় গবেষণায় নিশ্চিত করা হয়েছে, এই অবস্থার প্রধান হোতা আসলে ব্যাকটেরিয়া। নেচার মাইক্রোবায়োলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন রোগীদের অন্ত্রের অণুজীবের অ্যালকোহল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন...
৫ দিন আগে
বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
১৫ দিন আগে