Ajker Patrika

স্বরাষ্ট্র উপদেষ্টা লেভেল প্লেয়িং ফিল্ড বোঝেন না: জামায়াতে নেতা তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৫, ১৭: ০০
স্বরাষ্ট্র উপদেষ্টা লেভেল প্লেয়িং ফিল্ড বোঝেন না: জামায়াতে নেতা তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে—স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র উপদেষ্টা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বোঝেন না বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ তাহের।

প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। প্রতিবাদস্বরূপ তাঁরা গতকালের সংলাপে যোগ দেননি। তবে আজ দলটির প্রতিনিধিরা সংলাপে যোগ দেন।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সমালোচনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতে নেতা তাহের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) দেখলাম বলতেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হলো, লেভেল প্লেয়িং ফিল্ড কী সেটা (তিনি) বোঝেন না। যিনি এক মাসেও একটি ভবনের তালা খুলতে পারেন না, তিনটি সংসদীয় আসনের কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, সেটা বিস্ময়ের ব্যাপার! আমি ওনাকে সংযতভাবে কথা বলার অনুরোধ করছি। লেভেল প্লেয়িং ফিল্ড কী হবে, এটা বোঝার জন্য অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কিছুতে অচলাবস্থার সৃষ্টি হোক তা চাই না। সরকারকে সহযোগিতা করেছি সব সময়। কিন্তু ব্যত্যয় হলে কথা বলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

আজকের রাশিফল: প্রেমে ‘পজেসিভ’ হলে বিবাদ বাড়বে, মোবাইল-মানিব্যাগ সাবধান

সিলেটের সকালটা আজ অন্যরকম

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত