নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে—স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র উপদেষ্টা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বোঝেন না বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ তাহের।
প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। প্রতিবাদস্বরূপ তাঁরা গতকালের সংলাপে যোগ দেননি। তবে আজ দলটির প্রতিনিধিরা সংলাপে যোগ দেন।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সমালোচনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতে নেতা তাহের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) দেখলাম বলতেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হলো, লেভেল প্লেয়িং ফিল্ড কী সেটা (তিনি) বোঝেন না। যিনি এক মাসেও একটি ভবনের তালা খুলতে পারেন না, তিনটি সংসদীয় আসনের কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, সেটা বিস্ময়ের ব্যাপার! আমি ওনাকে সংযতভাবে কথা বলার অনুরোধ করছি। লেভেল প্লেয়িং ফিল্ড কী হবে, এটা বোঝার জন্য অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা কিছুতে অচলাবস্থার সৃষ্টি হোক তা চাই না। সরকারকে সহযোগিতা করেছি সব সময়। কিন্তু ব্যত্যয় হলে কথা বলতে হবে।’

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে—স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র উপদেষ্টা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বোঝেন না বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ তাহের।
প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। প্রতিবাদস্বরূপ তাঁরা গতকালের সংলাপে যোগ দেননি। তবে আজ দলটির প্রতিনিধিরা সংলাপে যোগ দেন।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সমালোচনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতে নেতা তাহের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) দেখলাম বলতেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হলো, লেভেল প্লেয়িং ফিল্ড কী সেটা (তিনি) বোঝেন না। যিনি এক মাসেও একটি ভবনের তালা খুলতে পারেন না, তিনটি সংসদীয় আসনের কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, সেটা বিস্ময়ের ব্যাপার! আমি ওনাকে সংযতভাবে কথা বলার অনুরোধ করছি। লেভেল প্লেয়িং ফিল্ড কী হবে, এটা বোঝার জন্য অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা কিছুতে অচলাবস্থার সৃষ্টি হোক তা চাই না। সরকারকে সহযোগিতা করেছি সব সময়। কিন্তু ব্যত্যয় হলে কথা বলতে হবে।’

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটি আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে পৃথক বৈঠক করে এই অভিযোগ জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে জোটের একটি সূত্র এই তিন দলের আসন বণ্টন বিষয়ে তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৫৩টিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার রূপরেখা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জামায়াত ১৭৯টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবার।
৩ ঘণ্টা আগে
দেশে ফেরার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী জুবাইদা রহমান ও তাঁর একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান।
৩ ঘণ্টা আগে