আজকের পত্রিকা ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ ঘটনার জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশবিরোধী উগ্র হিন্দুত্ববাদীরা ওই হামলার পেছনে যুক্ত। একই সঙ্গে তিনি বেনাপোল সীমান্তে বিজিপির সাম্প্রদায়িক মহড়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে চরম উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বলে আখ্যা দিয়েছেন।
সাইফুল হক বলেন, ‘মমতা ব্যানার্জি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর যে আহ্বান জানিয়েছেন, তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল।’
তিনি আরও বলেন, ‘এসব উসকানিমূলক সহিংস তৎপরতার দায়-দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।’
তিনি দাবি করেন, ভারতের বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এবং এতে ভারতের অনেক রাজনৈতিক দলও সমর্থন দিচ্ছে।
বিবৃতিতে তিনি ভারতের সরকার ও বিজিপিকে বাংলাদেশবিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দেশের বাইরে উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, রোববার (১ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের ওপর ব্যাপক হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। এ ছাড়া, বেনাপোল সীমান্তে বিজেপির সাম্প্রদায়িক মহড়ারও অভিযোগ উঠেছে।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ ঘটনার জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশবিরোধী উগ্র হিন্দুত্ববাদীরা ওই হামলার পেছনে যুক্ত। একই সঙ্গে তিনি বেনাপোল সীমান্তে বিজিপির সাম্প্রদায়িক মহড়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে চরম উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বলে আখ্যা দিয়েছেন।
সাইফুল হক বলেন, ‘মমতা ব্যানার্জি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর যে আহ্বান জানিয়েছেন, তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল।’
তিনি আরও বলেন, ‘এসব উসকানিমূলক সহিংস তৎপরতার দায়-দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।’
তিনি দাবি করেন, ভারতের বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এবং এতে ভারতের অনেক রাজনৈতিক দলও সমর্থন দিচ্ছে।
বিবৃতিতে তিনি ভারতের সরকার ও বিজিপিকে বাংলাদেশবিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দেশের বাইরে উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, রোববার (১ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের ওপর ব্যাপক হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। এ ছাড়া, বেনাপোল সীমান্তে বিজেপির সাম্প্রদায়িক মহড়ারও অভিযোগ উঠেছে।

পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
৩ ঘণ্টা আগে
‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার। যাচাই-বাছাইয়
৩ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
৬ ঘণ্টা আগে