ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে দুজনই নিজেদের ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি আপলোড দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
তবে উল্লিখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’
উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের আগমনকে কেন্দ্র করে তাঁর নেতা-কর্মীদের সঙ্গে শামা ওবায়েদপন্থীদের সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
এ সময় অন্তত তিনটি গাড়ি ভাঙচুর ও ২০ জন আহত হন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটি দুজনের পদ স্থগিত করেন। পরে ২৪ আগস্ট নগরকান্দা থানায় নিহতের স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসেবে আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম ১ নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়।

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে দুজনই নিজেদের ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি আপলোড দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
তবে উল্লিখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’
উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের আগমনকে কেন্দ্র করে তাঁর নেতা-কর্মীদের সঙ্গে শামা ওবায়েদপন্থীদের সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
এ সময় অন্তত তিনটি গাড়ি ভাঙচুর ও ২০ জন আহত হন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটি দুজনের পদ স্থগিত করেন। পরে ২৪ আগস্ট নগরকান্দা থানায় নিহতের স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসেবে আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম ১ নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৪ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৫ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৫ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৫ ঘণ্টা আগে