নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির সমাবেশে বাস মালিকেরা তাদের বাসের ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা চিন্তা করে ধর্মঘট দিচ্ছে। এটার জন্য সরকার দায়ী নয়। বাস মালিকেরা বলছে, বিএনপি গাড়ি পুড়িয়ে শ্রমিক-মালিক এবং জনসাধারণকে হত্যা করেছে। তারা কখনো বাস মালিক ও শ্রমিকের খোঁজ খবর নেয়নি। তাদের পাশে দাঁড়িয়েছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি বাস মালিক ও শ্রমিকদের কাছে ক্ষমা চাক, তারপর যদি তারা ক্ষমা করে সেটা তাদের বিষয়।’
আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উদ্যাপন উপলক্ষে বোচাগঞ্জ থানা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, এএসপি সার্কেল রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ অধ্যাপক আবু তাহের মো. মামুন প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কারণ এখন বাংলাদেশে সিকিউরিটি আছে। কোনো ধরনের ঝুঁকি নাই। আর এ ঝুঁকি মোকাবিলা করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি দেশের মানুষকে না খেয়ে মারতে চেয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মর্যাদা দিয়েছেন। এটাকে ধরে রাখতে হবে। এ জন্য প্রয়োজন শান্তি শৃঙ্খলা বজায় রাখা।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্ব সংকটের সময়ে কিছু রাজনৈতিক লোক সুবিধা নিতে চাচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। তারা দেশের অর্থনৈতিক সংকটের কথা বলে। তারা বলে দেশের অর্থনীতি কোথায়। আমরা বলি দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক। যারা বলে স্বাভাবিক নাই তারা এ দেশটাকে শ্রীলঙ্কা বানাতে চায়। তাদের রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ নাই। এরা দুর্নীতিবাজ। তারা ক্ষমতায় থেকে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের কাছে দেশের মানুষের কোনো প্রত্যাশা নাই। এরা অপরাধী। যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে তাদেরকে বিএনপি লালন পালন করেছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের দমন করেছি, চিরতরে নির্মূল করতে পারিনি। আমাদের লক্ষ্য তাদেরকে চিরতরে নির্মূল করা। আপনারা নিশ্চিত থাকুন তাদেরকে চিরতরে নির্মূল করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমানিত হতে দেব না। এটা আমাদের অঙ্গীকার।’
এর আগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির সমাবেশে বাস মালিকেরা তাদের বাসের ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা চিন্তা করে ধর্মঘট দিচ্ছে। এটার জন্য সরকার দায়ী নয়। বাস মালিকেরা বলছে, বিএনপি গাড়ি পুড়িয়ে শ্রমিক-মালিক এবং জনসাধারণকে হত্যা করেছে। তারা কখনো বাস মালিক ও শ্রমিকের খোঁজ খবর নেয়নি। তাদের পাশে দাঁড়িয়েছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি বাস মালিক ও শ্রমিকদের কাছে ক্ষমা চাক, তারপর যদি তারা ক্ষমা করে সেটা তাদের বিষয়।’
আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উদ্যাপন উপলক্ষে বোচাগঞ্জ থানা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, এএসপি সার্কেল রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ অধ্যাপক আবু তাহের মো. মামুন প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কারণ এখন বাংলাদেশে সিকিউরিটি আছে। কোনো ধরনের ঝুঁকি নাই। আর এ ঝুঁকি মোকাবিলা করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি দেশের মানুষকে না খেয়ে মারতে চেয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মর্যাদা দিয়েছেন। এটাকে ধরে রাখতে হবে। এ জন্য প্রয়োজন শান্তি শৃঙ্খলা বজায় রাখা।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্ব সংকটের সময়ে কিছু রাজনৈতিক লোক সুবিধা নিতে চাচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। তারা দেশের অর্থনৈতিক সংকটের কথা বলে। তারা বলে দেশের অর্থনীতি কোথায়। আমরা বলি দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক। যারা বলে স্বাভাবিক নাই তারা এ দেশটাকে শ্রীলঙ্কা বানাতে চায়। তাদের রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ নাই। এরা দুর্নীতিবাজ। তারা ক্ষমতায় থেকে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের কাছে দেশের মানুষের কোনো প্রত্যাশা নাই। এরা অপরাধী। যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে তাদেরকে বিএনপি লালন পালন করেছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের দমন করেছি, চিরতরে নির্মূল করতে পারিনি। আমাদের লক্ষ্য তাদেরকে চিরতরে নির্মূল করা। আপনারা নিশ্চিত থাকুন তাদেরকে চিরতরে নির্মূল করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমানিত হতে দেব না। এটা আমাদের অঙ্গীকার।’
এর আগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১০ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১১ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১১ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১১ ঘণ্টা আগে