
বিজয়ের মাসে অধিকাংশ পত্রিকা ও টেলিভিশনগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
ওই ফেসবুক পোস্টে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে অধিকাংশ পত্রিকা ও টেলিভিশনগুলোর ভূমিকা দেখছি। গত বছরের বিজয়ের মাসের, আর এবারের ভূমিকা দেখুন। ছিঃ!’
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বাংলাদেশ ছাত্র ইউনিয়েনের সাবেক এই সভাপতি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিগত দিনে দেখতাম, বিভিন্ন পত্রিকা বিজয়ের মাসের প্রথম দিনে একটি কলাম ঝুলাত, এরপর প্রত্যেক দিন কোনো না কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরত। তবে এবার অধিকাংশ পত্রিকায় সেটি দেখছি না। এ ছাড়া বিভিন্ন টেলিভিশনে বিজয়ের মাসের কাউন্টডাউন করত। এবার সেটা আমরা দেখতে পাচ্ছি না। সে জন্যই আমি এই প্রশ্ন তুললাম।’
বিজয়ের মাস নিয়ে সংবাদমাধ্যমগুলোর নীরব ভূমিকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা সংবাদমাধ্যমগুলোর কাছেই জানতে চাই। অতীতে তাঁরা যেটি করেছে সেটাতে কি তাঁদের বিশ্বাস নেই। নাকি সরকারের চাপে করেছিল। আর এবার কি সরকার তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? নিষেধাজ্ঞা আরোপ না করলে তাঁরা সেল্ফ সেন্সরশিপ করেছে কি না?’
তিনি আরও জানান, বিজয়ের মাস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১ ডিসেম্বর সারা দেশে পতাকা মিছিল করেছে। মাসব্যাপী দলটির কর্মসূচী চলছে। বিজয়ের মাস প্রতিবছরের মতোই পালন করছে দলটি।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৬ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে—বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে—বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।
৬ ঘণ্টা আগে