বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর তিন ভাগের দুই ভাগই তরুণ। তাদের শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই। বেকার এই তরুণেরা সমাজের কোনো কাজেই আসছে না। তারা দিন দিন হতাশ হয়ে পড়ছে। এই অনিশ্চয়তার কারণে হাজার হাজার তরুণ বিদেশে চলে যাচ্ছে।’
বুধবার (২৭ মার্চ) রাজধানীতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই আয়োজন করা হয়।
কাদের বলেন, হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশ ছাড়লেও, শিক্ষা জীবন শেষ করে আর দেশে ফিরছে না। এতে, মেধাবী সন্তানদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এর বিরূপ প্রভাবে দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হবে বাংলাদেশ।
দেশের চিকিৎসাব্যবস্থার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, হাসপাতালগুলোয় অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি নিত্যনৈমিত্তিক বিষয়। চিকিৎসক থাকেন না, তাঁরা বেসরকারি হাসপাতালে বেশি সময় দেন। সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি থাকলেও, তা সারা বছরই অচল থাকে। যাঁদের সামর্থ্য থাকে তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সম্ভব হলে বিদেশেও যান চিকিৎসা নিতে।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল প্রমুখ।

নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে দুঃশাসন-দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিল জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরুর সমাবেশে এ প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
৪ ঘণ্টা আগে
দুই জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৪ ঘণ্টা আগে
দেশ বাঁচাতে ও জনগণের ভাগ্য বদলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
মাহদী আমীন প্রথম কর্মসূচি হিসেবে তুলে ধরেন ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ। তিনি জানান, এর আওতায় আজ থেকেই সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হচ্ছে।
৮ ঘণ্টা আগে