নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘একসময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদ্যাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আগে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হতো। এখন প্রায় সবাইকে হতে হচ্ছে। লাইব্রেরি থেকে কান ধরে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ১৪ বছর একটা সরকার ক্ষমতায় থাকায় শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাসত্বের মধ্যে পড়ে গেছে। তাদের মিছিল না করলে পিটিয়ে হল থেকে বের করে দেয়।’
সভায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু এ দেশে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হওয়া খুব কঠিন। তবে আগামীতে কেউই আর শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় না। যারা অত্যাচার-নির্যাতন করে তাদের মতো কেউ হতে চায় না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘নতুন শিক্ষানীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আমরা এই শিক্ষা নিতে চাই না। আমরা এই শিক্ষানীতির পরিবর্তন চাই। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। ছাত্রদের বিকাশের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।’
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নেতারা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, লেখক ও গবেষক রাখাল রাহা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল বারি মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘একসময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদ্যাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আগে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হতো। এখন প্রায় সবাইকে হতে হচ্ছে। লাইব্রেরি থেকে কান ধরে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ১৪ বছর একটা সরকার ক্ষমতায় থাকায় শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাসত্বের মধ্যে পড়ে গেছে। তাদের মিছিল না করলে পিটিয়ে হল থেকে বের করে দেয়।’
সভায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু এ দেশে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হওয়া খুব কঠিন। তবে আগামীতে কেউই আর শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় না। যারা অত্যাচার-নির্যাতন করে তাদের মতো কেউ হতে চায় না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘নতুন শিক্ষানীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আমরা এই শিক্ষা নিতে চাই না। আমরা এই শিক্ষানীতির পরিবর্তন চাই। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। ছাত্রদের বিকাশের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।’
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নেতারা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, লেখক ও গবেষক রাখাল রাহা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল বারি মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৮ ঘণ্টা আগে