নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোটের আত্মপ্রকাশের কথা রয়েছে। নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন এই জোট হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন দল ও জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম।
১২ দলীয় জোটের সূত্র থেকেই নতুন এই জোট গঠনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন নতুন জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এ বিষয়ে আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে।
নতুন এই জোট নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’
এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনীতিতে স্বাধীন চিন্তা থাকতেই পারে। যে যার মত সিদ্ধান্ত নিতেই পারেন। এতে কারও কিছু বলার নেই।’
নির্বাচনে অংশ নিতে এই জোট কি না—এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘নির্বাচনের মৌসুমে যখন জোট হয়েছে তেমনটা হতেই পারে। সময় হলে দেখতে পাবেন।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোটের আত্মপ্রকাশের কথা রয়েছে। নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন এই জোট হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন দল ও জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম।
১২ দলীয় জোটের সূত্র থেকেই নতুন এই জোট গঠনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন নতুন জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এ বিষয়ে আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে।
নতুন এই জোট নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’
এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনীতিতে স্বাধীন চিন্তা থাকতেই পারে। যে যার মত সিদ্ধান্ত নিতেই পারেন। এতে কারও কিছু বলার নেই।’
নির্বাচনে অংশ নিতে এই জোট কি না—এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘নির্বাচনের মৌসুমে যখন জোট হয়েছে তেমনটা হতেই পারে। সময় হলে দেখতে পাবেন।’

বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১১ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১১ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১৪ ঘণ্টা আগে