নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদান অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক এ দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
আসিয়ান রিজওনাল ফোরামে অংশ নিতে কম্বোডিয়া যাওয়ার পথে গতকাল বুধবার চট্টগ্রাম বিমানবন্দরে ৪০ মিনিটের যাত্রা বিরতি দেয় বিলওয়াল ভুট্টোকে বহনকারী বিমান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সরকারের পক্ষে অভ্যর্থনা জানানোয় প্রতিবাদ জানায় জাসদ। দলটির সভাপতি ইনু ও সাধারণ সম্পাদক শিরীন বলেন, ‘পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেই বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোন যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।

ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদান অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক এ দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
আসিয়ান রিজওনাল ফোরামে অংশ নিতে কম্বোডিয়া যাওয়ার পথে গতকাল বুধবার চট্টগ্রাম বিমানবন্দরে ৪০ মিনিটের যাত্রা বিরতি দেয় বিলওয়াল ভুট্টোকে বহনকারী বিমান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সরকারের পক্ষে অভ্যর্থনা জানানোয় প্রতিবাদ জানায় জাসদ। দলটির সভাপতি ইনু ও সাধারণ সম্পাদক শিরীন বলেন, ‘পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেই বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোন যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১১ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১২ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১২ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
১৩ ঘণ্টা আগে