নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর ব্যর্থতার কারণে জাতীয় পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন।
আজ শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় তিনি এমন অভিযোগ করেন।
কাজী মামুনূর রশিদ বলেন, ‘জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধু তাঁর স্ত্রীকে এমপি করার জন্য দেশের লাখো নেতা-কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বঘোষিত জনবন্ধু জি এম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন।’
তিনি আরও বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করতেই রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই জানিয়ে তিনি বলেন, ‘জি এম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খেয়ানত করেছেন। তাঁরা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। পার্টির সবার সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ এই মোনাফেকদের দল থেকে অব্যাহতি দিয়েছেন।’
প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহ্বায়ক, এস এম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ ও এরফান আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং আবু সাঈদ লিওনকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাবেক প্রতিমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, জাপার নবনিযুক্ত মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।
আরও পড়ুুন:

জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর ব্যর্থতার কারণে জাতীয় পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন।
আজ শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় তিনি এমন অভিযোগ করেন।
কাজী মামুনূর রশিদ বলেন, ‘জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধু তাঁর স্ত্রীকে এমপি করার জন্য দেশের লাখো নেতা-কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বঘোষিত জনবন্ধু জি এম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন।’
তিনি আরও বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করতেই রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই জানিয়ে তিনি বলেন, ‘জি এম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খেয়ানত করেছেন। তাঁরা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। পার্টির সবার সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ এই মোনাফেকদের দল থেকে অব্যাহতি দিয়েছেন।’
প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহ্বায়ক, এস এম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ ও এরফান আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং আবু সাঈদ লিওনকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাবেক প্রতিমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, জাপার নবনিযুক্ত মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।
আরও পড়ুুন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল নানা কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে। আমরা তাদের সেই সুযোগ দেব না। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগে
রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি ও মাছরাঙা টিভির বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা। তিনি বলেছেন, ‘সাংবাদিকেরা রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে আমরা এক হতে পারব না।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ‘বৃহত্তর ঐক্য’ বা ‘এক বাক্সে ভোট’ নিশ্চিত করার প্রচেষ্টা দীর্ঘদিনের। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সেই সম্ভাবনা তুঙ্গে উঠলেও শেষ পর্যন্ত তা চরম নাটকীয়তায় পর্যবসিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
১৩ ঘণ্টা আগে