১০ দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান শুরু করেছে বিএনপি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি শুরু হয়।
গণ-অবস্থানের কর্মসূচিতে বিএনপির মহাসচিব, সিনিয়র নেতারাসহ দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। একই সঙ্গে কর্মসূচিতে শামিল হয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও। দুপুর ২টায় এই কর্মসূচির শেষ হওয়ার কথা রয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির পাশাপাশি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় পর্যায়ে গণ-অবস্থানের কর্মসূচি পালন করছে দলটির সমমনা জোট ও দলগুলোও। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি পালন শুরু হলো।
সকাল ১০টায় গণ-অবস্থান শুরুর কথা থাকলেও খুব সকাল থেকেই নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, দলের শীর্ষ নেতাদের ছবি ও প্ল্যাকার্ড হাতে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসেন তাঁরা। বিএনপির এই কর্মসূচিকে ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের এক পাশ বন্ধ রয়েছে। নয়াপল্টন ও এর আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল থেকে গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরপর রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখাও ঘোষণা করে দলটি।

মাহদী আমীন প্রথম কর্মসূচি হিসেবে তুলে ধরেন ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ। তিনি জানান, এর আওতায় আজ থেকেই সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হচ্ছে।
৭ মিনিট আগে
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামি নির্বাচনে জয়ী হলে মিরপুরের বর্জ্যে ভরা খাল ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ ভাঙা রাস্তাঘাট ও লাইটপোস্ট মেরামত করা হবে। তিনি এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার পাশাপাশি মনিপুর হাইস্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের মানে উন্নীত
১ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করলে প্রতি পরিবারকে যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকার ঘুষ...
১ ঘণ্টা আগে
মাগরিবের নামাজের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। শুরুতে তিনি জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
১ ঘণ্টা আগে