লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরের গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে অরাজনৈতিক ও মৃত ব্যক্তির নাম আসার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে গোপালপুর পৌর বিএনপির একাংশ নেতাকর্মী এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে আহ্বায়ক ও ব্যবসায়ী মো. জিল্লুর রহমানকে সদস্যসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ২৩ অক্টোবর নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ঊন নবী সোহেল।
গোপলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি বুলবুল খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, গত ২৩ অক্টোবর অনুমোদিত গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের নাম নেই। অরাজনৈতিক ও মৃত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে গত পৌর নির্বাচনে মেয়র প্রার্থিতা মনোনয়নের সভায় পৌরসভার ওয়ার্ড বিএনপির ১৮ জন সভাপতি-সম্পাদক প্রত্যাখ্যান করেন। তাঁকে জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে লিখিত অভিযোগ করা হয়। কমিটির ১৮ নম্বর সদস্য পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সরকার ১৪ মাস আগে মারা গেছেন। এটা দায়িত্বশীল নেতারা জানেন না। সদস্যসচিব জিল্লুর রহমানের বিএনপির সদস্যপদও ছিল না। তিনি ব্যবসায়িক কাজে বছরের অধিকাংশ সময় সৌদি আরবে থাকেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী সাত থেকে আট মাস আগের গঠিত পৌর যুবদলের আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক সাহানুর রহমানের কখনো সদস্যপদও ছিল না। অথচ গত কমিটির সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদককে এই কমিটিতে ন্যূনতম সদস্য রাখা হয়নি। ঘোষিত কমিটি বাতিল করে নেতা-কর্মীদের মতামত নিয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
এ ছাড়াও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সদস্য দুলাল উদ্দিন, তৌহিদুর রহমান, আবদুল হালিম প্রমুখ একই অভিযোগ করেন।
গোপালপুর পৌর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, ‘যারা ত্যাগী নেতা দাবি করছেন, দলীয় কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। প্রায় দুই বছর আগে এই তালিকা পাঠানো হয়েছিল। তালিকার একজন কিছুদিন আগে মারা গেছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় সংশোধন করা হবে।’

নাটোরের লালপুরের গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে অরাজনৈতিক ও মৃত ব্যক্তির নাম আসার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে গোপালপুর পৌর বিএনপির একাংশ নেতাকর্মী এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে আহ্বায়ক ও ব্যবসায়ী মো. জিল্লুর রহমানকে সদস্যসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ২৩ অক্টোবর নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ঊন নবী সোহেল।
গোপলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি বুলবুল খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, গত ২৩ অক্টোবর অনুমোদিত গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের নাম নেই। অরাজনৈতিক ও মৃত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে গত পৌর নির্বাচনে মেয়র প্রার্থিতা মনোনয়নের সভায় পৌরসভার ওয়ার্ড বিএনপির ১৮ জন সভাপতি-সম্পাদক প্রত্যাখ্যান করেন। তাঁকে জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে লিখিত অভিযোগ করা হয়। কমিটির ১৮ নম্বর সদস্য পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সরকার ১৪ মাস আগে মারা গেছেন। এটা দায়িত্বশীল নেতারা জানেন না। সদস্যসচিব জিল্লুর রহমানের বিএনপির সদস্যপদও ছিল না। তিনি ব্যবসায়িক কাজে বছরের অধিকাংশ সময় সৌদি আরবে থাকেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী সাত থেকে আট মাস আগের গঠিত পৌর যুবদলের আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক সাহানুর রহমানের কখনো সদস্যপদও ছিল না। অথচ গত কমিটির সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদককে এই কমিটিতে ন্যূনতম সদস্য রাখা হয়নি। ঘোষিত কমিটি বাতিল করে নেতা-কর্মীদের মতামত নিয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
এ ছাড়াও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সদস্য দুলাল উদ্দিন, তৌহিদুর রহমান, আবদুল হালিম প্রমুখ একই অভিযোগ করেন।
গোপালপুর পৌর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, ‘যারা ত্যাগী নেতা দাবি করছেন, দলীয় কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। প্রায় দুই বছর আগে এই তালিকা পাঠানো হয়েছিল। তালিকার একজন কিছুদিন আগে মারা গেছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় সংশোধন করা হবে।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১০ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১১ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১১ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১১ ঘণ্টা আগে