নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগদানের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরই ছোট ভাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তৈমূর আলম খন্দকারের এ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ প্রকাশের এক দিনের মাথায় নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মহানগর যুবদলের সাবেক এই সভাপতি।
আজ সোমবার নাসিক কাউন্সিলর খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তৈমূর ভাই যেই সিদ্ধান্ত নিয়েছে, ওইটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর এই সিদ্ধান্তের কারণে আমরা মর্মাহত। নেতা-কর্মীরা এখন আমাদের ভুল বুঝতে শুরু করেছে। কিন্তু তাদের বলতে চাই, তৈমূর ভাইয়ের সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমার বা আমাদের কোনো সম্পর্ক নেই। তাঁকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করা হলেও তিনি অনুরোধ রাখেননি। ‘
এর আগে বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘তৈমূর আলম খন্দকার আমাদের পরিবারের নীতিনির্ধারক। তবে তাঁর বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। তাঁর এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট হতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এখন মহাসমুদ্রের সমতুল্য। সেই মহাসমুদ্র থেকে আমার মতো নগণ্য ব্যক্তি না থাকলে দলের কিছু আসে যায় না। তবুও আমি আমৃত্যু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতেই থাকতে চাই। পদ-পদবি ছাড়াই দলের প্রাথমিক সদস্য হিসেবে থাকব। এমনকি বহিষ্কার করা হলেও আমি ধানের শীষের একজন ভোটার ও আদর্শের সৈনিক হিসেবে দলের সঙ্গে থাকব।’
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘সুতরাং যারা আমাকে ভালোবাসেন তাদের বলতে চাই, তৈমূর আলম খন্দকারের সিদ্ধান্তে বিভ্রান্ত না হতে। বরং তাঁর সিদ্ধান্তের সঙ্গে আমরা নিজেরাই একমত নই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগদানের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরই ছোট ভাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তৈমূর আলম খন্দকারের এ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ প্রকাশের এক দিনের মাথায় নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মহানগর যুবদলের সাবেক এই সভাপতি।
আজ সোমবার নাসিক কাউন্সিলর খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তৈমূর ভাই যেই সিদ্ধান্ত নিয়েছে, ওইটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর এই সিদ্ধান্তের কারণে আমরা মর্মাহত। নেতা-কর্মীরা এখন আমাদের ভুল বুঝতে শুরু করেছে। কিন্তু তাদের বলতে চাই, তৈমূর ভাইয়ের সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমার বা আমাদের কোনো সম্পর্ক নেই। তাঁকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করা হলেও তিনি অনুরোধ রাখেননি। ‘
এর আগে বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘তৈমূর আলম খন্দকার আমাদের পরিবারের নীতিনির্ধারক। তবে তাঁর বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। তাঁর এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট হতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এখন মহাসমুদ্রের সমতুল্য। সেই মহাসমুদ্র থেকে আমার মতো নগণ্য ব্যক্তি না থাকলে দলের কিছু আসে যায় না। তবুও আমি আমৃত্যু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতেই থাকতে চাই। পদ-পদবি ছাড়াই দলের প্রাথমিক সদস্য হিসেবে থাকব। এমনকি বহিষ্কার করা হলেও আমি ধানের শীষের একজন ভোটার ও আদর্শের সৈনিক হিসেবে দলের সঙ্গে থাকব।’
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘সুতরাং যারা আমাকে ভালোবাসেন তাদের বলতে চাই, তৈমূর আলম খন্দকারের সিদ্ধান্তে বিভ্রান্ত না হতে। বরং তাঁর সিদ্ধান্তের সঙ্গে আমরা নিজেরাই একমত নই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৯ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১০ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১০ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১০ ঘণ্টা আগে