নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি আওয়ামী লীগের স্বীকৃতি পাওয়া ওলামা লীগের কমিটি অনুমোদনের কাগজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে সভাপতি হিসেবে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা কেএম আব্দুল মমিন সিরাজীর নাম দেখা যাচ্ছে। আর সাধারণ সম্পাদক পদে আছেন মো. আমিনুল হক। আর কার্যকরী সভাপতির দায়িত্বে হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহীন।
নতুন এ কমিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুমোদন দিয়েছেন বলে আজকের পত্রিকার কাছে দাবি করেছেন কেএম আব্দুল মমিন সিরাজী।
বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের সঙ্গে বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ওলামা লীগের কমিটি অনুমোদনের বিষয়টি তাঁর জানা নাই।
গত ২০ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন তথা নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। সেখানে সভাপতি পদে ২০ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩১ জন আগ্রহ প্রকাশ করেন। পরে সমঝোতা করে একক প্রার্থী করার অনুরোধ করে আলোচনার জন্য সময় দেন আবদুস সোবহান গোলাপ।
কিন্তু ঐকমত্যে পৌঁছাতে না পারায় ওলামা লীগের কমিটি সেদিন আর ঘোষণা করা হয়নি। পরে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের জানান, পদপ্রত্যাশীদের নাম দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
সম্মেলনের প্রায় ২৫ দিন অতিবাহিত হলেও এখনো ওলামা লীগের নতুন কমিটি দেয়নি আওয়ামী লীগ। এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ জুন) ওলামা লীগের কমিটির একটি তালিকা ফেসবুকে পাওয়া যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর থাকলেও অফিশিয়াল সিল নেই।
বিষয়টি নিয়ে জানতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ফোনকল করা হলে তিনি রিসিভ করেননি।

সম্প্রতি আওয়ামী লীগের স্বীকৃতি পাওয়া ওলামা লীগের কমিটি অনুমোদনের কাগজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে সভাপতি হিসেবে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা কেএম আব্দুল মমিন সিরাজীর নাম দেখা যাচ্ছে। আর সাধারণ সম্পাদক পদে আছেন মো. আমিনুল হক। আর কার্যকরী সভাপতির দায়িত্বে হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহীন।
নতুন এ কমিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুমোদন দিয়েছেন বলে আজকের পত্রিকার কাছে দাবি করেছেন কেএম আব্দুল মমিন সিরাজী।
বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের সঙ্গে বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ওলামা লীগের কমিটি অনুমোদনের বিষয়টি তাঁর জানা নাই।
গত ২০ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন তথা নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। সেখানে সভাপতি পদে ২০ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩১ জন আগ্রহ প্রকাশ করেন। পরে সমঝোতা করে একক প্রার্থী করার অনুরোধ করে আলোচনার জন্য সময় দেন আবদুস সোবহান গোলাপ।
কিন্তু ঐকমত্যে পৌঁছাতে না পারায় ওলামা লীগের কমিটি সেদিন আর ঘোষণা করা হয়নি। পরে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের জানান, পদপ্রত্যাশীদের নাম দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
সম্মেলনের প্রায় ২৫ দিন অতিবাহিত হলেও এখনো ওলামা লীগের নতুন কমিটি দেয়নি আওয়ামী লীগ। এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ জুন) ওলামা লীগের কমিটির একটি তালিকা ফেসবুকে পাওয়া যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর থাকলেও অফিশিয়াল সিল নেই।
বিষয়টি নিয়ে জানতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ফোনকল করা হলে তিনি রিসিভ করেননি।

দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৩ ঘণ্টা আগে
ক্ষমতায় গেলে রাজধানীর ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ও হোম ইকোনমিকস কলেজকে (বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ) একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে জামায়াতে ইসলামী। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলেও
৩ ঘণ্টা আগে