আজকের পত্রিকা ডেস্ক

আওয়ামী লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ টি এম খালেদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন, এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন।’
বিএনপি নেতা রিজভী বলেন, ‘টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবেন, এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তাঁর জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তাঁর জেনেটিক্যাল যে লাইন, তা তিনি অতিক্রম করতে পারেননি। করতে পারেননি বলেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।’
ভারত কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে—এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘আজকে শেখ হাসিনা কী স্ট্যাটাসে (মর্যাদা) ভারতে আছেন? শেখ হাসিনার দুটি পাসপোর্টই বাতিল হয়েছে। তারপরও ভারত তাঁকে রাখে কীভাবে? এত বড় একজন দুর্নীতিবাজ, ছাত্র-জনতা হত্যাকারী, তাঁকে ভারত রাখে কীভাবে?’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন বলেছেন, শেখ মুজিবুর রহমান বড় নেতা ছিলেন। কিন্তু পরিবারের প্রতি তিনি দুর্বল ছিলেন। তাঁর ছেলে ও ভাগনেদের নিয়ন্ত্রণ করতে পারেননি।’
কৃষিবিদ রাশেদুল হাসান হারুনের সভাপতিত্বে ও জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।

আওয়ামী লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ টি এম খালেদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন, এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন।’
বিএনপি নেতা রিজভী বলেন, ‘টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবেন, এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তাঁর জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তাঁর জেনেটিক্যাল যে লাইন, তা তিনি অতিক্রম করতে পারেননি। করতে পারেননি বলেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।’
ভারত কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে—এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘আজকে শেখ হাসিনা কী স্ট্যাটাসে (মর্যাদা) ভারতে আছেন? শেখ হাসিনার দুটি পাসপোর্টই বাতিল হয়েছে। তারপরও ভারত তাঁকে রাখে কীভাবে? এত বড় একজন দুর্নীতিবাজ, ছাত্র-জনতা হত্যাকারী, তাঁকে ভারত রাখে কীভাবে?’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন বলেছেন, শেখ মুজিবুর রহমান বড় নেতা ছিলেন। কিন্তু পরিবারের প্রতি তিনি দুর্বল ছিলেন। তাঁর ছেলে ও ভাগনেদের নিয়ন্ত্রণ করতে পারেননি।’
কৃষিবিদ রাশেদুল হাসান হারুনের সভাপতিত্বে ও জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৩ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৫ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৫ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৬ ঘণ্টা আগে