নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার জাতীয়তাবাদী নয়, দেশপ্রেমিক নয়, গণতান্ত্রিক নয়। জনগণের কথা তোয়াক্কা করে না। জনগণের অর্থ লুট হচ্ছে, অনেক ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে সবকিছুর ওপর প্রভাব পড়বে, দাম বাড়বে। বিদ্যুৎ খাতে লুটপাটের টাকা জনগণের পকেট কেটে সমন্বয় করছে সরকার।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের মুক্তি, মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘এখন আমাদের মুখ্য দাবি হওয়া দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এই সরকারকে প্রত্যাহার করতে হবে, এই সরকারকে সরাতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এখন অপরিহার্য।’
১৯৭১ সালে শান্তি কমিটি গঠন করা হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘এখন আওয়ামী লীগও শান্তি কমিটি করছে। যেদিন বিএনপি কর্মসূচি দেয়, সেদিন শান্তি কমিটিও কর্মসূচি দেয়।’ কোনো কমিটি এ সরকারকে রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
দেশের কথা চিন্তা করে ৭১ এর মতো রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আবার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। যারা এই যুদ্ধের বিরোধিতা করবে, তারা গণদুশমন। শান্তি সমাবেশের নামে শান্তি কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। দেশকে মুক্ত করতে হলে সরকারের হাত থেকে মুক্ত হতে হবে। ক্ষমতাসীনদের হাত থেকে মুক্ত না হলে কেউ নিরাপদ নয়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার জাতীয়তাবাদী নয়, দেশপ্রেমিক নয়, গণতান্ত্রিক নয়। জনগণের কথা তোয়াক্কা করে না। জনগণের অর্থ লুট হচ্ছে, অনেক ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে সবকিছুর ওপর প্রভাব পড়বে, দাম বাড়বে। বিদ্যুৎ খাতে লুটপাটের টাকা জনগণের পকেট কেটে সমন্বয় করছে সরকার।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের মুক্তি, মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘এখন আমাদের মুখ্য দাবি হওয়া দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এই সরকারকে প্রত্যাহার করতে হবে, এই সরকারকে সরাতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এখন অপরিহার্য।’
১৯৭১ সালে শান্তি কমিটি গঠন করা হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘এখন আওয়ামী লীগও শান্তি কমিটি করছে। যেদিন বিএনপি কর্মসূচি দেয়, সেদিন শান্তি কমিটিও কর্মসূচি দেয়।’ কোনো কমিটি এ সরকারকে রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
দেশের কথা চিন্তা করে ৭১ এর মতো রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আবার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। যারা এই যুদ্ধের বিরোধিতা করবে, তারা গণদুশমন। শান্তি সমাবেশের নামে শান্তি কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। দেশকে মুক্ত করতে হলে সরকারের হাত থেকে মুক্ত হতে হবে। ক্ষমতাসীনদের হাত থেকে মুক্ত না হলে কেউ নিরাপদ নয়।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৮ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৯ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৯ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১০ ঘণ্টা আগে