নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরমালিন দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সাজিয়ে রাখা হয়েছে। এটার ভেতরে পচন ধরেছে। দুই বছর পরেই দেশ যখন শ্রীলঙ্কা হয়ে যাবে, তখন সেটা টের পাওয়া যাবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলার হুমকি, হয়রানির প্রতিবাদে ও গুমের শিকার নাগরিকদের ফেরতের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পল্টনের আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।
সমাবেশে রেজা কিবরিয়া সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘রাষ্ট্রের মেরামত করতে রাস্তা বন্ধ করেছি। এটার জন্য আমাদের ক্ষমা করবেন। আপনাদের স্বার্থেই আমরা রাস্তায় নেমেছি। আমাদের ছেলেরা সিলেটে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আর ছাত্রলীগ রাস্তায় রাস্তায় বিরোধী মতের মানুষের ওপর আক্রমণ করছে। আমাদের ছেলেরা যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন ছাত্রলীগ সুপ্রিম কোর্টে আক্রমণ করছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা ভাবছেন দেশের আর্থিক অবস্থা ভালো। এটা ফরমালিন ইকোনমি। এটাকে ফরমালিন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এটার মধ্যে পচন ধরেছে। দেশ যখন দুই বছর পর শ্রীলঙ্কা হবে, তখন টের পাওয়া যাবে আওয়ামী লীগের ভেতরেই পচন। জনগণের যে টাকা আওয়ামী লীগ লুট করেছে, আমরা জনগণের সেই টাকা জনগণের কাছে ফেরত দেব। আমাদের ছেলেরা সিলেটে গিয়ে মানুষদের জিজ্ঞেস করেছে, সরকারি দলের লোকেরা আসেনি? তাঁরা জানিয়েছে, সরকারি দলের কেউই সেখানে যায়নি। আমাদের ছোট দল বলেন, আর আমরাই মাঠে থাকি। এটা তো ঠিক না। আমরাই বৃহৎ দল। জনগণ বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করবে। আমরা রাজা হিসেবে নয়, সব সময় জনগণের কাছে থাকব।’
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘আজকে ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কীভাবে তাঁরা দেশের সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীও এই রকম রক্তাক্ত করেনি। তাঁদের পরিচয় উন্মোচিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নুরুল হক নূর বলেন, ‘আপনার বাবা ’৭২ সালে যেভাবে বাকশাল কায়েম করেছে, আপনি সেটা করতে চাইলে এই দেশের জনগণ তা প্রতিহত করবে।’
গণ অধিকার পরিষদের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘ছাত্রলীগ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ হয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করেছে। এরা সাধারণ শিক্ষার্থী না, এরা ছাত্রলীগের সন্ত্রাসী। আজ আওয়ামী লীগ এদের দিয়ে এ কাজ করাচ্ছে।’

ফরমালিন দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সাজিয়ে রাখা হয়েছে। এটার ভেতরে পচন ধরেছে। দুই বছর পরেই দেশ যখন শ্রীলঙ্কা হয়ে যাবে, তখন সেটা টের পাওয়া যাবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলার হুমকি, হয়রানির প্রতিবাদে ও গুমের শিকার নাগরিকদের ফেরতের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পল্টনের আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।
সমাবেশে রেজা কিবরিয়া সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘রাষ্ট্রের মেরামত করতে রাস্তা বন্ধ করেছি। এটার জন্য আমাদের ক্ষমা করবেন। আপনাদের স্বার্থেই আমরা রাস্তায় নেমেছি। আমাদের ছেলেরা সিলেটে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আর ছাত্রলীগ রাস্তায় রাস্তায় বিরোধী মতের মানুষের ওপর আক্রমণ করছে। আমাদের ছেলেরা যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন ছাত্রলীগ সুপ্রিম কোর্টে আক্রমণ করছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা ভাবছেন দেশের আর্থিক অবস্থা ভালো। এটা ফরমালিন ইকোনমি। এটাকে ফরমালিন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এটার মধ্যে পচন ধরেছে। দেশ যখন দুই বছর পর শ্রীলঙ্কা হবে, তখন টের পাওয়া যাবে আওয়ামী লীগের ভেতরেই পচন। জনগণের যে টাকা আওয়ামী লীগ লুট করেছে, আমরা জনগণের সেই টাকা জনগণের কাছে ফেরত দেব। আমাদের ছেলেরা সিলেটে গিয়ে মানুষদের জিজ্ঞেস করেছে, সরকারি দলের লোকেরা আসেনি? তাঁরা জানিয়েছে, সরকারি দলের কেউই সেখানে যায়নি। আমাদের ছোট দল বলেন, আর আমরাই মাঠে থাকি। এটা তো ঠিক না। আমরাই বৃহৎ দল। জনগণ বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করবে। আমরা রাজা হিসেবে নয়, সব সময় জনগণের কাছে থাকব।’
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘আজকে ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কীভাবে তাঁরা দেশের সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীও এই রকম রক্তাক্ত করেনি। তাঁদের পরিচয় উন্মোচিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নুরুল হক নূর বলেন, ‘আপনার বাবা ’৭২ সালে যেভাবে বাকশাল কায়েম করেছে, আপনি সেটা করতে চাইলে এই দেশের জনগণ তা প্রতিহত করবে।’
গণ অধিকার পরিষদের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘ছাত্রলীগ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ হয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করেছে। এরা সাধারণ শিক্ষার্থী না, এরা ছাত্রলীগের সন্ত্রাসী। আজ আওয়ামী লীগ এদের দিয়ে এ কাজ করাচ্ছে।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৯ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১০ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১০ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১০ ঘণ্টা আগে