নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে পুলিশের ব্যাপক উপস্থিতিতে গ্রেপ্তার-আতঙ্কে মাঠেই নামতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। অনুমতি না থাকায় কঠোর অবস্থানে ছিল পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ২টায় মতিঝিল পীরজঙ্গী শাহ মাজারের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরুর কর্মসূচি থাকলেও নেতা-কর্মীদের সেখানে দেখা যায়নি। বেলা আড়াইটার দিকে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতা-কর্মীরা দাঁড়াতে পারেনি। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝেছি যে অযথা আমাদের কর্মী গ্রেপ্তার হবে। কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।’
তিনি বলেন, ‘মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এরপরেও আজিমপুর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ করার মতো কর্মসূচি আজকে আমাদের না। কিন্তু আমাদের চলমান এক দফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখব।’
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘আজকে কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদেরকে নিষেধ করেছি। কী কারণে অনুমতি নাই, সে ব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে। আর আমাদের সিনিয়র স্যাররা ব্রিফ করবেন।’

রাজধানীর মতিঝিলে পুলিশের ব্যাপক উপস্থিতিতে গ্রেপ্তার-আতঙ্কে মাঠেই নামতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। অনুমতি না থাকায় কঠোর অবস্থানে ছিল পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ২টায় মতিঝিল পীরজঙ্গী শাহ মাজারের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরুর কর্মসূচি থাকলেও নেতা-কর্মীদের সেখানে দেখা যায়নি। বেলা আড়াইটার দিকে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতা-কর্মীরা দাঁড়াতে পারেনি। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝেছি যে অযথা আমাদের কর্মী গ্রেপ্তার হবে। কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।’
তিনি বলেন, ‘মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এরপরেও আজিমপুর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ করার মতো কর্মসূচি আজকে আমাদের না। কিন্তু আমাদের চলমান এক দফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখব।’
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘আজকে কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদেরকে নিষেধ করেছি। কী কারণে অনুমতি নাই, সে ব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে। আর আমাদের সিনিয়র স্যাররা ব্রিফ করবেন।’

বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৪১ মিনিট আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৪৩ মিনিট আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীকের বিন্যাস করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
১ ঘণ্টা আগে