নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিছু মানুষের কথা-কাজে পাকিস্তান প্রেম দেখা যায় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের (ভারত) প্রতি এখনো প্রেমের আবেগটা রক্ষিত রাখতে দেখা যায়। আমাদের দেশটাকে ভালোবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?’
আজ শনিবার রাজধানীর রমনার আইইবি মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য সভায় এ প্রশ্ন রাখেন মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কিছু মানুষের কথা-কাজে পাকিস্তানে যে আমরা ছিলাম, সে বহিঃপ্রকাশ এখনো দেখা যায়। এই স্বাধীন দেশে বাস করে এখনো তাদের মাঝে পাকিস্তান প্রেম দেখা যায়। কিছু মানুষ পাকিস্তানকে এখনো তাদের প্রেমের জায়গায় রেখেছে।’
ভারতের প্রতি ইঙ্গিত করে হানিফ বলেন, ‘আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের (ভারত) প্রতি এখনো প্রেমের আবেগটা রক্ষিত আছে দেখা যায়। আমাদের দেশটাকে ভালোবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?’
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই দেশটাকে যেন আমরা ভালোবাসি। আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ সবকিছুই যেন হয় আমাদের দেশকে কেন্দ্র করে। দেশ ছাড়া আমাদের অন্য কারও প্রতি প্রেম ভালোবাসা থাকতে পারে না—তাই হোক আমাদের আজকের অঙ্গীকার।’
অনুষ্ঠানে কেপিআর (খুদে প্রতিভার রাজ্য) চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান।

কিছু মানুষের কথা-কাজে পাকিস্তান প্রেম দেখা যায় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের (ভারত) প্রতি এখনো প্রেমের আবেগটা রক্ষিত রাখতে দেখা যায়। আমাদের দেশটাকে ভালোবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?’
আজ শনিবার রাজধানীর রমনার আইইবি মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য সভায় এ প্রশ্ন রাখেন মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কিছু মানুষের কথা-কাজে পাকিস্তানে যে আমরা ছিলাম, সে বহিঃপ্রকাশ এখনো দেখা যায়। এই স্বাধীন দেশে বাস করে এখনো তাদের মাঝে পাকিস্তান প্রেম দেখা যায়। কিছু মানুষ পাকিস্তানকে এখনো তাদের প্রেমের জায়গায় রেখেছে।’
ভারতের প্রতি ইঙ্গিত করে হানিফ বলেন, ‘আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের (ভারত) প্রতি এখনো প্রেমের আবেগটা রক্ষিত আছে দেখা যায়। আমাদের দেশটাকে ভালোবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?’
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই দেশটাকে যেন আমরা ভালোবাসি। আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ সবকিছুই যেন হয় আমাদের দেশকে কেন্দ্র করে। দেশ ছাড়া আমাদের অন্য কারও প্রতি প্রেম ভালোবাসা থাকতে পারে না—তাই হোক আমাদের আজকের অঙ্গীকার।’
অনুষ্ঠানে কেপিআর (খুদে প্রতিভার রাজ্য) চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান।

দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৩ ঘণ্টা আগে
ক্ষমতায় গেলে রাজধানীর ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ও হোম ইকোনমিকস কলেজকে (বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ) একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে জামায়াতে ইসলামী। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলেও
৩ ঘণ্টা আগে