নোয়াখালী প্রতিনিধি

ভারত আমাদের চোখ রাঙিয়েছে, লড়াই হলে ভারতের সঙ্গে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘আমাদের লড়াই হলে ভারতের সঙ্গে হবে, ভারত আমাদের চোখ রাঙিয়েছে, আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি কখনো লড়াই করতে পারবে?’
আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠকদের মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ এই মন্তব্য করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘ সময় ধরে ভারত থেকে তাদের পুরোনো জীর্ণশীর্ণ অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে আসছে। শেখ হাসিনার আমলে ভারত বারবার এই দেশকে হুমকির দিকে ঠেলে দিতে চোখ রাঙিয়েছে, এই দেশের সশস্ত্র বাহিনীকে তাদের দেশে প্রশিক্ষণ নিতে বাধ্য করে আসছে, এমনকি তাদের পুরোনো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারছে না, সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করত।’
এনসিপি নেতা আরও বলেন, ‘যখন ড. মুহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে চুক্তি হওয়া ২১ বিলিয়ন টাকার অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তখনই একটা গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে গেছে। তারা বোঝাতে চেয়েছে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে।’
জেলা সংগঠক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, অ্যাডভোকেট হুমায়রা নুর প্রমুখ।

ভারত আমাদের চোখ রাঙিয়েছে, লড়াই হলে ভারতের সঙ্গে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘আমাদের লড়াই হলে ভারতের সঙ্গে হবে, ভারত আমাদের চোখ রাঙিয়েছে, আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি কখনো লড়াই করতে পারবে?’
আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠকদের মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ এই মন্তব্য করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘ সময় ধরে ভারত থেকে তাদের পুরোনো জীর্ণশীর্ণ অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে আসছে। শেখ হাসিনার আমলে ভারত বারবার এই দেশকে হুমকির দিকে ঠেলে দিতে চোখ রাঙিয়েছে, এই দেশের সশস্ত্র বাহিনীকে তাদের দেশে প্রশিক্ষণ নিতে বাধ্য করে আসছে, এমনকি তাদের পুরোনো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারছে না, সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করত।’
এনসিপি নেতা আরও বলেন, ‘যখন ড. মুহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে চুক্তি হওয়া ২১ বিলিয়ন টাকার অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তখনই একটা গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে গেছে। তারা বোঝাতে চেয়েছে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে।’
জেলা সংগঠক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, অ্যাডভোকেট হুমায়রা নুর প্রমুখ।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
১২ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
১২ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১২ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১২ ঘণ্টা আগে