নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যকে ‘নিষ্ঠুর রসিকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে দেশের মানুষকে গরিব বানিয়েছে।’ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই’—বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছুই নয়। কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি বাণিজ্যমন্ত্রীর এটি নিষ্ঠুর রসিকতা। বাণিজ্যমন্ত্রীর বক্তব্যেই বোঝা যায়, দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না। আপনাদের কিছুই করার নেই। তাহলে দেশ চালাচ্ছে কে? দেশ চালাচ্ছে কোনো অদৃশ্য শক্তি। আর যদি কিছু করার না থাকে, জোর করে ক্ষমতা আঁকড়ে আছেন কেন? এত লোভলালসা কেন? কোনো ভদ্র সরকার ব্যর্থ হলে পদত্যাগ করে। এটাই গণতান্ত্রিক বিশ্বে উদাহরণ, দৃষ্টান্ত।’
বিএনপির ২০০১-২০০৬ শাসনামলের চেয়ে বর্তমান সরকারের শাসনামলে দ্রব্যমূল্য কয়েক শ গুণ বেড়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, আইনের অপশাসন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী সরকার বাংলাদেশে মনুষ্যসৃষ্ট দুর্যোগ সৃষ্টি করেছে।
রিজভী জানান, বিএনপির আমলে মোটা চালের দাম ছিল ১৬-১৭ টাকা, যা বর্তমানে ৫৫ থেকে ৬০ টাকা। চিকন চালের দাম ছিল ২২-২৪ টাকা, যা বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা। সয়াবিন তেলের দাম ছিল লিটারে ৪৪-৪৮ টাকা, যার বর্তমানে দাম ১৭০-১৭৫ টাকা। গরুর মাংসের দাম ছিল কেজিপ্রতি ১৪০-১৫০ টাকা, যা বর্তমানে ৬৫০ টাকা। মসুর ডালের দাম ছিল কেজিপ্রতি ৪৫ টাকা, যা বর্তমানে ১৩০ টাকা। ব্রয়লার মুরগির দাম ছিল কেজি প্রতি ৫৫ টাকা, এখন ১৭৫ টাকা। গুঁড়ো দুধ ছিল কেজিপ্রতি ২৮৫-৩৪৫ টাকা, যা বর্তমানে ৫৯০-৬৫০ টাকা। পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৮-১০ টাকা, যা বর্তমানে ৫৫ টাকা। কয়েক দিন আগে এটি ছিল ১৩০ টাকা। আলু কেজিপ্রতি ছিল ৬ টাকা, এখন ২৫ টাকা।

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যকে ‘নিষ্ঠুর রসিকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে দেশের মানুষকে গরিব বানিয়েছে।’ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই’—বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছুই নয়। কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি বাণিজ্যমন্ত্রীর এটি নিষ্ঠুর রসিকতা। বাণিজ্যমন্ত্রীর বক্তব্যেই বোঝা যায়, দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না। আপনাদের কিছুই করার নেই। তাহলে দেশ চালাচ্ছে কে? দেশ চালাচ্ছে কোনো অদৃশ্য শক্তি। আর যদি কিছু করার না থাকে, জোর করে ক্ষমতা আঁকড়ে আছেন কেন? এত লোভলালসা কেন? কোনো ভদ্র সরকার ব্যর্থ হলে পদত্যাগ করে। এটাই গণতান্ত্রিক বিশ্বে উদাহরণ, দৃষ্টান্ত।’
বিএনপির ২০০১-২০০৬ শাসনামলের চেয়ে বর্তমান সরকারের শাসনামলে দ্রব্যমূল্য কয়েক শ গুণ বেড়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, আইনের অপশাসন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী সরকার বাংলাদেশে মনুষ্যসৃষ্ট দুর্যোগ সৃষ্টি করেছে।
রিজভী জানান, বিএনপির আমলে মোটা চালের দাম ছিল ১৬-১৭ টাকা, যা বর্তমানে ৫৫ থেকে ৬০ টাকা। চিকন চালের দাম ছিল ২২-২৪ টাকা, যা বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা। সয়াবিন তেলের দাম ছিল লিটারে ৪৪-৪৮ টাকা, যার বর্তমানে দাম ১৭০-১৭৫ টাকা। গরুর মাংসের দাম ছিল কেজিপ্রতি ১৪০-১৫০ টাকা, যা বর্তমানে ৬৫০ টাকা। মসুর ডালের দাম ছিল কেজিপ্রতি ৪৫ টাকা, যা বর্তমানে ১৩০ টাকা। ব্রয়লার মুরগির দাম ছিল কেজি প্রতি ৫৫ টাকা, এখন ১৭৫ টাকা। গুঁড়ো দুধ ছিল কেজিপ্রতি ২৮৫-৩৪৫ টাকা, যা বর্তমানে ৫৯০-৬৫০ টাকা। পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৮-১০ টাকা, যা বর্তমানে ৫৫ টাকা। কয়েক দিন আগে এটি ছিল ১৩০ টাকা। আলু কেজিপ্রতি ছিল ৬ টাকা, এখন ২৫ টাকা।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৮ ঘণ্টা আগে