Ajker Patrika

ঐকমত্যের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা করতে চাই না: আলী রীয়াজ

আজকের পত্রিকা ডেস্ক­
ঐকমত্যের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা করতে চাই না: আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

ঐকমত্যের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা করতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রতা করতে চাই না, অল্প কিছুদিনের মধ্যেই এটা করতে পারব আশা করছি।’

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেছেন, ‘সংলাপ নয়, আজকের লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে আলাপ-আলোচনা করা। মূলত, এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনায় নিয়েছি। এখানে ২৭টির বেশি দল ও জোট মিলিয়ে ১০০ জনের বেশি নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৩২ জন কথা বলেছেন।’

আলী রীয়াজ বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্যে যেটি স্পষ্ট হয়েছে, সেটা হলো তারা মনে করে জাতীয় ঐক্য রক্ষার কোনো বিকল্প নেই। সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা দৃঢ়তা প্রকাশ করেছে। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কারপ্রক্রিয়াকে সাহায্য-সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন।’

জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান বলেছেন, ‘ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রতিটি রাজনৈতিক দল হিসেবে, সমাজের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এ সংস্কারপ্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া দায়িত্ব।’

আলী রীয়াজ বলেছেন, ‘আমরা আশা করছি, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব, জোটগতভাবেও কথা বলব এবং একপর্যায়ে হয়তো আশা করছি, সবাইকে একত্র করে আমরা আবার ফিরে আসব। এ প্রক্রিয়াটায় আমরা দীর্ঘসূত্রতা করতে চাই না, অল্প কিছুদিনের মধ্যেই এটা করতে পারব আশা করছি।’

আলী রীয়াজ আরও বলেন, ‘এ প্রক্রিয়া অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে, যেসব প্রতিবেদন দেওয়া হয়েছে, তাঁদের কাছে সেগুলোর হার্ড কপি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নিতে। সর্বোপরি ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কারও কোনো রকম দ্বিধার সুযোগ নেই। সে আলোকে খুব দ্রুত আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অগ্রসর হতে চাই। যতটুকু কাজ হয়েছে, তা সূচনা মাত্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

পটুয়াখালী-৩: নুরের সঙ্গে লড়াইয়ের মাঠেই থাকলেন হাসান মামুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত