
চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা। আগামীকাল সোমবার বন্দর নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দলটির নেতা-কর্মীরা ভোটের প্রচারণা চালাবেন। দলের প্রধান নাহিদ ইসলামও এই পদযাত্রায় যোগ দেবেন। তবে এই কর্মসূচি শুরুর আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের অন্তত দুজন নেতা।
তাঁরা হলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও পার্বত্য অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ এবং চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্যসচিব এরফানুল হক। তাঁরা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ইমন সৈয়দ লিখেছেন, ‘আমি ইমন সৈয়দ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং পার্বত্য অঞ্চলের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছি। এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আমি এনসিপির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি—যা এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি।’
ইমন সৈয়দকে এনসিপি তাদের গণভোট প্রচারণার প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৬ আসন থেকে মনোনীত করেছিল।
এর আগে, গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন বান্দরবান জেলার সদস্যসচিব এরফানুল হক। বান্দরবান আসনে বাইরে থেকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তিনি পদত্যাগ করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে এরফানুল হক লেখেন, ‘জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল নাগরিকভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সে লক্ষ্য সামনে রেখে এনসিপি গঠিত হলেও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর দলটির একাধিক সিদ্ধান্তে জনগণ ও দলের নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। দল গঠনের পর তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবং প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।’
বান্দরবান আসনের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে এরফানুল বলেন, ‘পার্বত্য বান্দরবানের বাইরে থেকে একজন প্রার্থী মনোনয়ন দেয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর আত্মসম্মান ও মর্যাদায় আঘাত করা হয়েছে। পাহাড়ের বাস্তবতা ও সংগ্রাম না বোঝা একজন ব্যক্তিকে প্রার্থী করা স্থানীয় জনগণের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।’
আসন্ন নির্বাচনে বিএনপির প্রতি সমর্থন জানান এরফানুল। বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া নিজেও তাঁকে ভোট দেবেন বলে ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধে বিএনপির কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে, বিএনপি দুটি প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবে। এর একটি হলো, কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অন্যটি হলো, দুর
১ ঘণ্টা আগে
মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের জনগণ সব ষড়যন্ত্রের ইতিহাস জানে এবং সময় এলে তার জবাব দিতেও জানে। ঢাকা শহরে কিংবা সারা দেশে বিএনপিকে একটি আসনও দেওয়া হবে না—এমন বক্তব্য সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী। ঢাকা শহরে বা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক কোনো দল বা গোষ্ঠী নয়। সিট দেওয়ার মালিক একমাত্র
৫ ঘণ্টা আগে
তারেক রহমান লিখেছেন, ‘সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তাঁদের ক্রীড়াশৈলী ও প্রতিভা প্রমাণ করেছে—চাইলেই কত দূর এগোনো সম্ভব। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাঁদের আরও যত্ন, পৃষ্ঠপোষকতা ও ক্ষমতায়ন নিশ্চিত করা; যাতে তারা বাংলাদেশের গৌরব ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে পারে।’
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডার সাঁতারকুলে নির্বাচনী...
৫ ঘণ্টা আগে