
পরাজিত ফ্যাসিস্টরা ভূত-পেত্নীর মতো আওয়াজ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণ-আন্দোলনে চোখ হারানো ও ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের সেবায় বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্পের এই আয়োজন করে আমরা বিএনপি নামের সংগঠন।
বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগ এনে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী সিন্ডিকেটের কাছে, বাজারগুলো এখনো তাঁদের সিন্ডিকেটের কাছে। আপনারা কী তাদের একজন লোককে ধরেছেন? একটা লোককে গ্রেপ্তার করেছেন? সিন্ডিকেটবাজদের আপনারা গ্রেপ্তার করতে পারেননি। এই বিষয়গুলো আপনারা যদি না দেখেন, পরাজিত ফ্যাসিস্টরা নানা ভাবেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝেই আওয়াজ দেবে। তাঁরা এখন ভূত পেত্নীর মতো আওয়াজ দিচ্ছে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনাদেরতো সমস্ত গণতান্ত্রিক দল, ছাত্র ও সংগঠন সমর্থন দিয়েছে। কিন্তু আমরা এখনো দেখতে পাই স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাঁদের পদায়ন করা হচ্ছে। এগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার না দেখে, বিপদতো তাঁদেরও হবে, আমাদের হবে। কোনো ফাঁক দিয়ে যদি ওই দানবেরা ঢুকে পড়ার চেষ্টা করে, তাহলেতো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শুভ হবে না।’
জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘কয়েক দিন আগে তাঁরা (আওয়ামী লীগ) নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উথালপাতাল করে দেবে। ওই দিন আমাদের দলের নেতা-কর্মীরা কয়েকটি মিছিল করেছে। ওদের মতোতো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি। তারপরওতো ওদের কোথাও দেখা যায়নি। কোথায় যুবলীগ? কোথায় ছাত্রলীগ?’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা, আপনার মতো একজন রক্ত পিপাসু ঘাতক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। আপনি শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু নারী। আপনি যে পাপ করেছেন, যে হত্যা লীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাফ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন।’
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংবাদিক মাসুদ কামাল, বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে।
২ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৮ ঘণ্টা আগে