আজকের পত্রিকা ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা যারা গণতন্ত্রকামী, দেশে গণতন্ত্র চাই, তাঁরা ছাত্রলীগের মতো কারও ওপর হামলা করব না বা কারও কোনো কিছু দখল করব না। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ওই পথে যাই, জনগণ কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মানুষ মুখ ফিরিয়ে নেবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাঁদের রক্তের স্রোত ধারায় আমরা গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যেতে হবে।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই ফ্যাসিবাদের দোসর ছিল। তারাও লুটপাট করেছে, বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে দেখলে পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন। তেমনি যারা নিরীহ আওয়ামী লীগ আছে, যারা ছোট ব্যবসা করে, চাকরি করে, কারও ক্ষতি করেনি, তাঁদের যেন ক্ষতি না হয়। তাঁদের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়।’
রিজভী বলেন, ‘যারা অপরাধী, তাদের বিচার হবে। কিন্তু বিচার করবে আদালত। তাদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। আমরা সে লাইনে যাব না। আমরা কোনো রাজনৈতিক দলের অফিস, কারও বাড়ি ঘরে হামলা করব না। মানুষ যেন আমাদের দেখে নিরাপদ মনে করে।’
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুল ইসলাম আউয়ালসহ নেতা–কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা যারা গণতন্ত্রকামী, দেশে গণতন্ত্র চাই, তাঁরা ছাত্রলীগের মতো কারও ওপর হামলা করব না বা কারও কোনো কিছু দখল করব না। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ওই পথে যাই, জনগণ কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মানুষ মুখ ফিরিয়ে নেবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাঁদের রক্তের স্রোত ধারায় আমরা গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যেতে হবে।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই ফ্যাসিবাদের দোসর ছিল। তারাও লুটপাট করেছে, বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে দেখলে পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন। তেমনি যারা নিরীহ আওয়ামী লীগ আছে, যারা ছোট ব্যবসা করে, চাকরি করে, কারও ক্ষতি করেনি, তাঁদের যেন ক্ষতি না হয়। তাঁদের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়।’
রিজভী বলেন, ‘যারা অপরাধী, তাদের বিচার হবে। কিন্তু বিচার করবে আদালত। তাদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। আমরা সে লাইনে যাব না। আমরা কোনো রাজনৈতিক দলের অফিস, কারও বাড়ি ঘরে হামলা করব না। মানুষ যেন আমাদের দেখে নিরাপদ মনে করে।’
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুল ইসলাম আউয়ালসহ নেতা–কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে—তা নির্বাচনী ইশতেহারে লিপিবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
১ ঘণ্টা আগে
বিএনপির বিরুদ্ধে প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হয়েছে। এই সময় দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমবেদনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সদস্যসচিব সৈয়দা নীলিমা দোলা। তিনি এরই মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে