নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির অন্যতম ‘ধর্মনিরপেক্ষতা’ বাতিলের বিষয়ে বিএনপি কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে, সে বিষয়ে সংবিধান সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চাই আমরা। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দিইনি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।’
এ ছাড়া বিএনপি এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলে দাবি করেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে নানা জায়গায়—এমন মন্তব্যও করেন বিএনপির এই নেতা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছি। তাঁর সঙ্গে দেখা করার পর এ (নির্বাচন) বিষয়ে কথা বলব। নির্বাচন নিয়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব, যেন তিনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন।’
এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘শুধু নির্বাচন ইস্যু সমাধানের জন্য নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন। আমরা এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং তারা আমাদের নিশ্চিত করেছে যে তারা জুনের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।’
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির অন্যতম ‘ধর্মনিরপেক্ষতা’ বাতিলের বিষয়ে বিএনপি কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে, সে বিষয়ে সংবিধান সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চাই আমরা। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দিইনি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।’
এ ছাড়া বিএনপি এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলে দাবি করেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে নানা জায়গায়—এমন মন্তব্যও করেন বিএনপির এই নেতা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছি। তাঁর সঙ্গে দেখা করার পর এ (নির্বাচন) বিষয়ে কথা বলব। নির্বাচন নিয়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব, যেন তিনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন।’
এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘শুধু নির্বাচন ইস্যু সমাধানের জন্য নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন। আমরা এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং তারা আমাদের নিশ্চিত করেছে যে তারা জুনের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।’
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক ২২ আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ তাঁদের জামিন দেন।
১৬ ঘণ্টা আগেনিবন্ধন ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতিনিধিদল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বুধবার বিকেলে এই বৈঠকে পিডিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব হারুন আল রশিদ খান।
১৬ ঘণ্টা আগেখ্যাতিমান চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতিতে অংশ নিতে যাচ্ছেন। ২৫ এপ্রিল তিনি ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানা গেছে। এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পর এবার তিনি সরাসরি
১৮ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি
১৮ ঘণ্টা আগে