নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পরিবহন বন্ধ রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বাস-ট্রাক মালিক সমিতি দেখেছে, বিএনপি-জামায়াত বাসে অগ্নিসন্ত্রাস করেছে, যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। এখনো তারা পরিবহনে অগ্নিসন্ত্রাস করতে পারে এমন আশঙ্কা থেকে বাস বন্ধ করতে পারেন মালিকেরা।’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির আন্দোলন-সংগ্রামে বাধা না দিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে নানক বলেন, ‘যে যার কর্মসূচি পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে না। বিভিন্ন জায়গায় যে পরিবহন বন্ধ হচ্ছে, সেটি আতঙ্কের কারণে পরিবহন মালিকেরা করছেন। সরকারের কোনো নির্দেশনায় এটি করা হচ্ছে না।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, লাঠিমিছিল করা যাবে না—সেটি বিএনপিকে মনে রাখতে হবে। তাদের লাঠিমিছিল বন্ধ করতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বিএনপির প্রতি অভিযোগ করে আরও বলেন, ‘বিএনপি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলে, অশালীন কথা বলে। সে জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ভাষায় ফিরে আসার অনুরোধ জানাচ্ছি।’
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঐতিহাসিক এই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ দিয়েছেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দেন তিনি। ডিসেম্বরে বিজয়ের মাস সামনে রেখে এই মাঠে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় ১০ লাখ যুবক উপস্থিত হবে এখানে।’
আওয়ামী লীগের কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন, ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন, ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। যুবলীগের মহাসমাবেশ ও আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য, আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, আমাদের কর্মযজ্ঞ চলছে। যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনসহ সম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে।’
এ সময় আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্যসচিব ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পরিবহন বন্ধ রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বাস-ট্রাক মালিক সমিতি দেখেছে, বিএনপি-জামায়াত বাসে অগ্নিসন্ত্রাস করেছে, যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। এখনো তারা পরিবহনে অগ্নিসন্ত্রাস করতে পারে এমন আশঙ্কা থেকে বাস বন্ধ করতে পারেন মালিকেরা।’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির আন্দোলন-সংগ্রামে বাধা না দিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে নানক বলেন, ‘যে যার কর্মসূচি পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে না। বিভিন্ন জায়গায় যে পরিবহন বন্ধ হচ্ছে, সেটি আতঙ্কের কারণে পরিবহন মালিকেরা করছেন। সরকারের কোনো নির্দেশনায় এটি করা হচ্ছে না।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, লাঠিমিছিল করা যাবে না—সেটি বিএনপিকে মনে রাখতে হবে। তাদের লাঠিমিছিল বন্ধ করতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বিএনপির প্রতি অভিযোগ করে আরও বলেন, ‘বিএনপি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলে, অশালীন কথা বলে। সে জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ভাষায় ফিরে আসার অনুরোধ জানাচ্ছি।’
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঐতিহাসিক এই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ দিয়েছেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দেন তিনি। ডিসেম্বরে বিজয়ের মাস সামনে রেখে এই মাঠে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় ১০ লাখ যুবক উপস্থিত হবে এখানে।’
আওয়ামী লীগের কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন, ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন, ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। যুবলীগের মহাসমাবেশ ও আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য, আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, আমাদের কর্মযজ্ঞ চলছে। যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনসহ সম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে।’
এ সময় আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্যসচিব ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৪ ঘণ্টা আগে