Ajker Patrika

খালেদার বিদেশ যাওয়ার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত ২৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭: ২৭
খালেদার বিদেশ যাওয়ার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত ২৫ মার্চ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। 

খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছায়। তিনি আবেদনটি পড়েছেন। এরপর সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ বোনের স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।

ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল খারিজ হয়ে যায়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করে।

সরকার ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়ার শর্তে মুক্তি দেয়। পরে তাঁর মুক্তির মেয়াদ আট দফা বাড়ানো হয়। মুক্তির পর থেকেই তিনি রাজধানীর গুলশানে বাসায় থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত