নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার র্যাবকে শেষ করে ফেলেছে, এখন পুলিশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘র্যাবের যেসব কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছে, তাঁদের আবার এই সরকার পুলিশে নিয়ে এসেছে। তাঁরা এখন পুলিশের নেতৃত্ব দিচ্ছেন। র্যবের ইমেজ সম্পূর্ণ ক্ষুণ্ন করে এখন পুলিশের নেতৃত্ব দিচ্ছে। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আছে। বর্তমানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। মানুষ কোনো সমস্যায় পড়লে পুলিশের কাছে যায়। সেই পুলিশের ন্যূনতম মর্যাদা যোটুকু আছে, সেটুকু ক্ষুণ্ন করার জন্য বিতর্কিত লোকদের এখানে নিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘আজ আমাদের সামাজিক অবস্থা এত ভয়াবহ পর্যায়ে চলে গেছে, কারো কোনো নিরাপত্তা নাই। কেউ স্বাভাবিকভাবে নিরাপত্তার মধ্যে জীবন যাপন করতে পারে না। যেখানে গণতন্ত্র নাই, জবাবদিহি নাই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’
রিজভী বলেন, ‘আজ যদি দেশে গণতন্ত্র, ভোটাধিকার থাকত, তাহলে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন। আর সেই নেত্রীকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে যাচ্ছে। তাঁর মুক্তি তো দূরে থাক।’
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে গঠনমূলক রাজনীতি। বিএনপি যেমন বারবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে, গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে, তেমনি মানবসেবার জন্য কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতিকে গঠন করার জন্য একের পর এক কর্মসূচি দিয়েছিলেন। গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়, তার জন্য পল্লী চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন। হাজার হাজার পল্লী চিকিৎসক নিয়োগ করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্লোগান দিয়েছেন—বাংলাদেশকে উদ্ধার করতে হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে উদ্ধার করার জন্য রাস্তায় নামতে হবে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকার র্যাবকে শেষ করে ফেলেছে, এখন পুলিশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘র্যাবের যেসব কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছে, তাঁদের আবার এই সরকার পুলিশে নিয়ে এসেছে। তাঁরা এখন পুলিশের নেতৃত্ব দিচ্ছেন। র্যবের ইমেজ সম্পূর্ণ ক্ষুণ্ন করে এখন পুলিশের নেতৃত্ব দিচ্ছে। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আছে। বর্তমানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। মানুষ কোনো সমস্যায় পড়লে পুলিশের কাছে যায়। সেই পুলিশের ন্যূনতম মর্যাদা যোটুকু আছে, সেটুকু ক্ষুণ্ন করার জন্য বিতর্কিত লোকদের এখানে নিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘আজ আমাদের সামাজিক অবস্থা এত ভয়াবহ পর্যায়ে চলে গেছে, কারো কোনো নিরাপত্তা নাই। কেউ স্বাভাবিকভাবে নিরাপত্তার মধ্যে জীবন যাপন করতে পারে না। যেখানে গণতন্ত্র নাই, জবাবদিহি নাই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’
রিজভী বলেন, ‘আজ যদি দেশে গণতন্ত্র, ভোটাধিকার থাকত, তাহলে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন। আর সেই নেত্রীকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে যাচ্ছে। তাঁর মুক্তি তো দূরে থাক।’
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে গঠনমূলক রাজনীতি। বিএনপি যেমন বারবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে, গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে, তেমনি মানবসেবার জন্য কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতিকে গঠন করার জন্য একের পর এক কর্মসূচি দিয়েছিলেন। গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়, তার জন্য পল্লী চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন। হাজার হাজার পল্লী চিকিৎসক নিয়োগ করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্লোগান দিয়েছেন—বাংলাদেশকে উদ্ধার করতে হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে উদ্ধার করার জন্য রাস্তায় নামতে হবে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
৭ ঘণ্টা আগে