Ajker Patrika

তারেক রহমানসহ ৪ জনের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৪: ১০
তারেক রহমানসহ ৪ জনের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। অপর দুজন হলেন—একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী ও সিনিয়র সাংবাদিক কনক সারওয়ার।

এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন। তারেক রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

ব্যারিস্টার কায়সার কামাল রায়ের পর বলেন, ‘আইনগতভাবে এ মামলা চলতে পারে না। এই মামলায় তারেক রহমানের অপরাধ ছিল ফ্যাসিস্ট রেজিমের (সরকার) বিরুদ্ধে তিনি লন্ডনে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য একুশে টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। বক্তব্য দেওয়ার জন্য তারেক রহমানকে মামলার আসামি করা হয়। তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলায় লিগ্যাল অ্যাভিডেন্স নেই, যার জন্য আমরা বারবার বলছি আইনগতভাবে ওনার মামলা মোকাবিলা করব।’

এর আগে, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা দায়ের করেন। যাতে তারেক রহমান ও আব্দুস সালামের সঙ্গে মাহাথীর ফারুকী ও কনক সারওয়ারকে আসামি করা হয়। ২০১৭ সালে এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত