ঢাবি প্রতিনিধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ শনিবার বিকেলে মশাল মিছিলটি শুরু হয়। মশাল মিছিলটি শাহবাগ থেকে কাঁটাবন হয়ে হাতিরপুল বাজারের সামনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড তাঁর বক্তব্যে বলেন, ‘জনঅসন্তোষ সারা দেশে ছড়িয়ে পড়েছে। স্লোগানে স্লোগানে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। নাভিশ্বাস পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে।’
বর্তমান সরকার উৎপাদনমুখী না হয়ে আমদানিমুখী হয়ে যাওয়ায় এ সংকট দিনে দিনে বাড়ছে উল্লেখ করে ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, ‘অন্ধকারের সরকার জনগণকে অন্ধকারে ঠেলে দিয়ে সকল সিদ্ধান্ত রাতের অন্ধকারে নিচ্ছে। জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে এই ধরনের অযৌক্তিক, অন্যায় সিদ্ধান্ত সরকার নিতে পারত না। অবিলম্বে জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাই। অন্যথায় জনরোষের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে সরকার পতনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ মিলু, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহানা মুনা প্রমুখ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পৃথক আরেকটি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, ‘জনবিরোধী ও জনবিচ্ছিন্ন এই সরকার পকেট কেটে জনগণের সঙ্গে টালবাহানায় মেতে উঠেছে। আমদানি রপ্তানির নির্দিষ্ট কোনো হিসেব না রেখে অপরিকল্পিতভাবে মেগা প্রজেক্টের নামে দলীয় নেতাদের পকেট ভারী করা হচ্ছে। বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। বর্তমানে অর্থনীতির বেহাল দশা চলছে কিন্তু আওয়ামী লীগের নেতারা দিনে দিনে বড়লোক হচ্ছে। ১৫ বছর আগে যারা খেতে পেত না তাঁরা এখন আওয়ামী লীগ করে কোটি টাকার মালিক হয়েছে।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ শনিবার বিকেলে মশাল মিছিলটি শুরু হয়। মশাল মিছিলটি শাহবাগ থেকে কাঁটাবন হয়ে হাতিরপুল বাজারের সামনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড তাঁর বক্তব্যে বলেন, ‘জনঅসন্তোষ সারা দেশে ছড়িয়ে পড়েছে। স্লোগানে স্লোগানে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। নাভিশ্বাস পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে।’
বর্তমান সরকার উৎপাদনমুখী না হয়ে আমদানিমুখী হয়ে যাওয়ায় এ সংকট দিনে দিনে বাড়ছে উল্লেখ করে ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, ‘অন্ধকারের সরকার জনগণকে অন্ধকারে ঠেলে দিয়ে সকল সিদ্ধান্ত রাতের অন্ধকারে নিচ্ছে। জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে এই ধরনের অযৌক্তিক, অন্যায় সিদ্ধান্ত সরকার নিতে পারত না। অবিলম্বে জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাই। অন্যথায় জনরোষের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে সরকার পতনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ মিলু, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহানা মুনা প্রমুখ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পৃথক আরেকটি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, ‘জনবিরোধী ও জনবিচ্ছিন্ন এই সরকার পকেট কেটে জনগণের সঙ্গে টালবাহানায় মেতে উঠেছে। আমদানি রপ্তানির নির্দিষ্ট কোনো হিসেব না রেখে অপরিকল্পিতভাবে মেগা প্রজেক্টের নামে দলীয় নেতাদের পকেট ভারী করা হচ্ছে। বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। বর্তমানে অর্থনীতির বেহাল দশা চলছে কিন্তু আওয়ামী লীগের নেতারা দিনে দিনে বড়লোক হচ্ছে। ১৫ বছর আগে যারা খেতে পেত না তাঁরা এখন আওয়ামী লীগ করে কোটি টাকার মালিক হয়েছে।’

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৭ ঘণ্টা আগে