নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের পরিবেশ তৈরি হলে তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমেরিকা যে ভিসা নীতি প্রণয়ন করেছে, তা তৃণমূল বিএনপির মূল স্লোগান সুস্থ রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক বিষয়ের ওপর তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে স্বল্প আয়ের মানুষের ওপর করের বোঝা না চাপানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা।
অন্তরা সেলিমা বলেন, ‘বাজেটে যাদের করযোগ্য আয় নেই, তাদের ওপর কর আরোপ করা হয়েছে। এটা জবরদস্তিমূলক নীতি, তাই এ রকম বাজেট বলা বাহুল্য গরিববান্ধব নয়। কর আরোপের ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ চোখে পড়ে না। বরং নিম্ন আয়ের মানুষের চেয়ে উচ্চ আয়ের মানুষকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য আমরা দাবি জানাচ্ছি।’
কর্মসংস্থান ও বাজেটের বিভিন্ন প্রসঙ্গ টেনে অন্তরা সেলিমা বলেন, ‘দেশে ১৫ লাখ নতুন বেকার তৈরি হয়, কিন্তু বাজেটে নতুন কর্মসংস্থান তৈরির কোনো পরিকল্পনা নেই। সর্বজনীন পেনশন সম্পর্কে অর্থমন্ত্রী সুনির্দিষ্ট কোনো গাইডলাইন বা সুস্পষ্ট কোনো পদক্ষেপ তুলে ধরেননি। কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি চালিয়ে যেতে হবে, তবে ভর্তুকির হিসাব স্পষ্ট করতে হবে। দেশের বাজার অসাধু সিন্ডিকেটের হাতে চলে গেছে। এ জন্য সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এসব ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে অন্তরা সেলিমা বলেন, তৃণমূল বিএনপি চায় সবার অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যাতে দেশের সব নির্বাচনে জনগণের মতামত শতভাগ প্রতিফলিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান আফরোজা বেগম হ্যাপিসহ অন্যরা।

নির্বাচনের পরিবেশ তৈরি হলে তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমেরিকা যে ভিসা নীতি প্রণয়ন করেছে, তা তৃণমূল বিএনপির মূল স্লোগান সুস্থ রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক বিষয়ের ওপর তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে স্বল্প আয়ের মানুষের ওপর করের বোঝা না চাপানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা।
অন্তরা সেলিমা বলেন, ‘বাজেটে যাদের করযোগ্য আয় নেই, তাদের ওপর কর আরোপ করা হয়েছে। এটা জবরদস্তিমূলক নীতি, তাই এ রকম বাজেট বলা বাহুল্য গরিববান্ধব নয়। কর আরোপের ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ চোখে পড়ে না। বরং নিম্ন আয়ের মানুষের চেয়ে উচ্চ আয়ের মানুষকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য আমরা দাবি জানাচ্ছি।’
কর্মসংস্থান ও বাজেটের বিভিন্ন প্রসঙ্গ টেনে অন্তরা সেলিমা বলেন, ‘দেশে ১৫ লাখ নতুন বেকার তৈরি হয়, কিন্তু বাজেটে নতুন কর্মসংস্থান তৈরির কোনো পরিকল্পনা নেই। সর্বজনীন পেনশন সম্পর্কে অর্থমন্ত্রী সুনির্দিষ্ট কোনো গাইডলাইন বা সুস্পষ্ট কোনো পদক্ষেপ তুলে ধরেননি। কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি চালিয়ে যেতে হবে, তবে ভর্তুকির হিসাব স্পষ্ট করতে হবে। দেশের বাজার অসাধু সিন্ডিকেটের হাতে চলে গেছে। এ জন্য সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এসব ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে অন্তরা সেলিমা বলেন, তৃণমূল বিএনপি চায় সবার অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যাতে দেশের সব নির্বাচনে জনগণের মতামত শতভাগ প্রতিফলিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান আফরোজা বেগম হ্যাপিসহ অন্যরা।

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৬ ঘণ্টা আগে