Ajker Patrika

আন্দোলনে যাঁরা থাকবেন, তাঁদের নিয়ে জাতীয় সরকার হবে: এলডিপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৬: ৩১
আন্দোলনে যাঁরা থাকবেন, তাঁদের নিয়ে জাতীয় সরকার হবে: এলডিপি মহাসচিব

যাঁরা গণতন্ত্রের আন্দোলন এবং রাষ্ট্র বিনির্মাণ আন্দোলনে এক মঞ্চে থাকবেন, তাঁদের নিয়েই ভবিষ্যতে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার এলডিপি আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

শাহাদাত হোসেন বলেন, ‘সঠিক সময়ে আমাদের নেতা তারেক রহমান জাতীয় সরকারের প্রশ্নে একটি সঠিক বক্তব্য দিয়েছেন, সঠিক মন্তব্য করেছেন, সঠিক দিকনির্দেশনা দিয়েছেন।’ 

এলডিপি মহাসচিব বলেন, বর্তমান সরকারকে পরাজিত করার লক্ষ্যে এবং রাষ্ট্রকে বিনির্মাণে যাঁরা এক মঞ্চে থাকবেন, তাঁদের নিয়ে ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। 

কোনো রাজনীতিক দলের অধীনে বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে এলডিপির মহাসচিব বলেন, ‘প্রশাসনকে এমন অবস্থা করে দিয়েছে যে, সরকারের পা চাটা ছাড়া, নির্লজ্জ বেহায়াপনা করা ছাড়া তারা তাদের শপথ ভুলে গেছে।’ 

এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত