নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিন, তারিখ ঠিক করে সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আজ থেকে গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছে।’ আজ শুক্রবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
নুর বলেন, ‘কে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে আলোচনার সময় এখন না। দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে তাই নিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
হেফাজতের মতো বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন করতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তনে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘এটা বিএনপির জন্য ভালো হবে না। বেহেশতের কথা বলে সরকার দেশকে দোজখে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। তাই দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে।’
দেশের অর্থনীতির অবস্থা ভালো না উল্লেখ করে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনা যা বলে সব সময় তার উল্টোটা হয়। তিনি বললেন ব্যাংক নিরাপদ, সেখানে টাকা রাখুন আর মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে। জনগণ অর্থনীতির একটা স্থিতিশীল অবস্থা চায়।’
এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের কষ্ট তত বাড়বে জানিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘তাই এ সরকারকে বিদায় দিতে আমাদের রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। মানুষের আস্থা রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে আনাই গণঅধিকার পরিষদের লক্ষ্য।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, হাসান আল মামুন, ফারুক হাসানসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দিন, তারিখ ঠিক করে সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আজ থেকে গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছে।’ আজ শুক্রবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
নুর বলেন, ‘কে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে আলোচনার সময় এখন না। দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে তাই নিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
হেফাজতের মতো বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন করতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তনে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘এটা বিএনপির জন্য ভালো হবে না। বেহেশতের কথা বলে সরকার দেশকে দোজখে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। তাই দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে।’
দেশের অর্থনীতির অবস্থা ভালো না উল্লেখ করে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনা যা বলে সব সময় তার উল্টোটা হয়। তিনি বললেন ব্যাংক নিরাপদ, সেখানে টাকা রাখুন আর মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে। জনগণ অর্থনীতির একটা স্থিতিশীল অবস্থা চায়।’
এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের কষ্ট তত বাড়বে জানিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘তাই এ সরকারকে বিদায় দিতে আমাদের রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। মানুষের আস্থা রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে আনাই গণঅধিকার পরিষদের লক্ষ্য।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, হাসান আল মামুন, ফারুক হাসানসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাঁকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এ জন্য এটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা
৪ ঘণ্টা আগে