কুমিল্লা প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন। যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না।’
আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে। পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য, বিচার ও নির্বাচনী ব্যবস্থা প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। আমরা চাই এখন দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়—সে জন্য দেশের স্থিতিশীলতা নিয়ে অত্যন্ত প্রয়োজন।’
তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এমন প্রশ্ন রাখেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা দেখছি কিছুসংখ্যক লোক, কিছুসংখ্যক ব্যক্তি বা কিছুসংখ্যক সংগঠন কথায় কথায় বলে ওঠে বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক দল, আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই আমরা ভোট এবং নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার।’
তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। আমাদের মূল স্লোগান হচ্ছে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে পারি, তাহলে এ দেশকে এবং এ দেশের মানুষকে ষড়যন্ত্র থেকে রক্ষা করা সম্ভব হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এ সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কারণ, বাংলাদেশের মানুষ মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকার এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন, সেই কাজগুলো তারা করবে। এ দেশের মানুষের কাছে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিবে।’
কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন। যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না।’
আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে। পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য, বিচার ও নির্বাচনী ব্যবস্থা প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। আমরা চাই এখন দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়—সে জন্য দেশের স্থিতিশীলতা নিয়ে অত্যন্ত প্রয়োজন।’
তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এমন প্রশ্ন রাখেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা দেখছি কিছুসংখ্যক লোক, কিছুসংখ্যক ব্যক্তি বা কিছুসংখ্যক সংগঠন কথায় কথায় বলে ওঠে বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক দল, আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই আমরা ভোট এবং নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার।’
তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। আমাদের মূল স্লোগান হচ্ছে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে পারি, তাহলে এ দেশকে এবং এ দেশের মানুষকে ষড়যন্ত্র থেকে রক্ষা করা সম্ভব হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এ সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কারণ, বাংলাদেশের মানুষ মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকার এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন, সেই কাজগুলো তারা করবে। এ দেশের মানুষের কাছে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিবে।’
কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৪ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৫ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৫ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৮ ঘণ্টা আগে