গণঅধিকার পরিষদ
আজকের পত্রিকা ডেস্ক

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের তালিকা করে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার গণঅধিকার পরিষদ আয়োজিত ‘ভারত হটাও বাংলাদেশ বাঁচাও’ শিরোনামে কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল হাইকোর্ট প্রাঙ্গণে যায়।
তারেক রহমান বলেন, ‘দেশে শিক্ষিত বেকার ৪ কোটি ২৮ লাখ। বিগত দিনে আমাদের এক উপদেষ্টা বলেছেন, ১০ লাখ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধু বক্তব্য দেওয়া, নাকি এই ১০ লাখ ভারতীয়কে বের করার ব্যবস্থা করবেন? আমাদের বেকার যুবকেরা চাকরি পাবেন না, আর তাঁরা কাজ করবেন?’
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান। কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছেন। আমাদের খবর দেন। আমরা বিশেষ টিম গঠন করব, তাঁদের ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখব না। একটা একটা বের করে দেব। যতক্ষণ ভারতের আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’
তারেক বলেন, ‘বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশপাশে যত বাঁধ আছে, সব ভেঙে দিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন ব্রিজ-কালভার্ট ভেঙে দিয়েছিলেন, তেমনি আমরাও ভেঙে দেব। তাদের বলতে হবে, এটা মানবাধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ু নীতির পরিপন্থী। সরকারকে বলব, ছয় মাস সময় পেয়েছেন, কিন্তু আপনারা তিস্তা চুক্তি নিয়ে কেন মামলা করলেন না? আর মুখে মুখে কথা নয়। এমন সরকার চাই, যারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে।’
ভারতীয় সীমান্ত বাহিনী নিয়ে এই নেতা বলেন, ‘কোনো যুদ্ধ ছাড়াই গত ১৬ বছরে তারা সীমান্তে ১ হাজার ১০০ মানুষকে হত্যা করেছে। তারা যদি এটা বন্ধ না করে, তাদের সেই পরিণতি ভোগ করতে হবে।’

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের তালিকা করে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার গণঅধিকার পরিষদ আয়োজিত ‘ভারত হটাও বাংলাদেশ বাঁচাও’ শিরোনামে কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল হাইকোর্ট প্রাঙ্গণে যায়।
তারেক রহমান বলেন, ‘দেশে শিক্ষিত বেকার ৪ কোটি ২৮ লাখ। বিগত দিনে আমাদের এক উপদেষ্টা বলেছেন, ১০ লাখ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধু বক্তব্য দেওয়া, নাকি এই ১০ লাখ ভারতীয়কে বের করার ব্যবস্থা করবেন? আমাদের বেকার যুবকেরা চাকরি পাবেন না, আর তাঁরা কাজ করবেন?’
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান। কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছেন। আমাদের খবর দেন। আমরা বিশেষ টিম গঠন করব, তাঁদের ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখব না। একটা একটা বের করে দেব। যতক্ষণ ভারতের আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’
তারেক বলেন, ‘বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশপাশে যত বাঁধ আছে, সব ভেঙে দিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন ব্রিজ-কালভার্ট ভেঙে দিয়েছিলেন, তেমনি আমরাও ভেঙে দেব। তাদের বলতে হবে, এটা মানবাধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ু নীতির পরিপন্থী। সরকারকে বলব, ছয় মাস সময় পেয়েছেন, কিন্তু আপনারা তিস্তা চুক্তি নিয়ে কেন মামলা করলেন না? আর মুখে মুখে কথা নয়। এমন সরকার চাই, যারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে।’
ভারতীয় সীমান্ত বাহিনী নিয়ে এই নেতা বলেন, ‘কোনো যুদ্ধ ছাড়াই গত ১৬ বছরে তারা সীমান্তে ১ হাজার ১০০ মানুষকে হত্যা করেছে। তারা যদি এটা বন্ধ না করে, তাদের সেই পরিণতি ভোগ করতে হবে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
২ ঘণ্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন যে ৩০ জন নেতা এই সমঝোতা না করতে দলের আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিকের। মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।
২ ঘণ্টা আগে
আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তবে এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না মুরসালীন।
৪ ঘণ্টা আগে