
মনোনয়ন দেওয়ার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের গাড়িবহর আটকে দিলেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা ৩টার দিকে সৈয়দপুর শহরের ক্যান্ট বাজারসংলগ্ন সিএসডি মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, রংপুর থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরে দিকে পাঁচ-সাতটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন জি এম কাদের। এ সময় সৈয়দপুর উপজেলা জাপার আহ্বায়ক শিল্পপতি সিদ্দিকুল আলমকে আগামী নির্বাচনে নীলফামারী-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে তাঁর পথ রোধ করেন স্থানীয় নেতা-কর্মীরা। পরে জি এম কাদের তাঁদের দাবি বিবেচনার আশ্বাস দিলে পথ থেকে সড়ে দাড়ান তাঁরা।
এ সময় জি এম কাদের সঙ্গে ছিলেন জাপার ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বর্তমান এমপি আহসান আদেলুর রহমানসহ রংপুর-লালমনিরহাট ও নীলফামারী জাপার অন্য নেতারা।
এদিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘সাধারণ নির্বাচনে অবস্থা বুঝে ব্যবস্থা নিব। প্রয়োজনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। দেশ, জনগণ ও পার্টির স্বার্থে জোটবদ্ধ অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে। যদি জোট করি তাহলে অবশ্যই বড় দলের সঙ্গেই যাব। যাতে মানুষের জন্য কাজ করতে পারি। সে লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।’
জি এম কাদের বলেন, ‘নীলফামারী-৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত বলেই একাধিক নেতা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চায়। এ জন্য অবশ্যই তৃণমূলের নেতা-কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।’
জি এম কাদের আরও বলেন, ‘জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দিলে আসন হারানোর আশঙ্কা থাকে। তাই এমন প্রার্থী যেই হোক তাকে বাদ দেওয়া হবে। কাউকে চাপিয়ে দেওয়া হবে না। মনোনয়ন বোর্ডই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে।
২ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৮ ঘণ্টা আগে