নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চলমান আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো বাধা দিয়েই আন্দোলনকে দমানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছরে মামলা অনেক দিয়েছ, ছয় শতাধিক মানুষকে গুম করেছ, তাতেও কি আমাদের রুখতে পেরেছ? এখন তীব্র আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে এবং উঠবে। এই ফুঁসে ওঠার মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা কত কাপুরুষ! যে সমাবেশগুলো হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এর পরেও তারা আমাদের পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা দিচ্ছে। আবারও গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে। এসব করে রোখা যাবে না।’
বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, ‘রাজনীতিকে এখন খেলার সঙ্গে তুলনা করা হচ্ছে। রাজনীতিকে যারা খেলার পর্যায়ে এনেছেন, এর জন্য তাঁদের কাফফারা দিতে হবে।’
সভাপতির ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘চলমান আন্দোলনকে চলমান রাখতে হবে। ডিসেম্বরে আন্দোলন নতুন রূপ ধারণ করবে।’
‘বিএনপির পরিণতি হেফাজতের মতো হবে’—আওয়ামী লীগ নেতা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উন্মাদ হয়ে গেছেন। তাঁরা বলছেন, হেফাজতের মতো পরিণতি হবে। তার মানে কি সরকার হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে? যত বাধাই আসুক, ১০ ডিসেম্বর আমরা জমায়েত হব।’
১০ ডিসেম্বর নিয়ে সরকার অস্থির হয়ে গেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এতে ভয় কীসের? এবার যে কী হবে সব জারিজুরি ফাঁস হয়ে গেছে আপনাদের। সামনের সময়টা আপনাদের বিদায় নেওয়ার সময়। আর কিছু করার নেই আপনাদের।’

বিএনপির চলমান আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো বাধা দিয়েই আন্দোলনকে দমানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছরে মামলা অনেক দিয়েছ, ছয় শতাধিক মানুষকে গুম করেছ, তাতেও কি আমাদের রুখতে পেরেছ? এখন তীব্র আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে এবং উঠবে। এই ফুঁসে ওঠার মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা কত কাপুরুষ! যে সমাবেশগুলো হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এর পরেও তারা আমাদের পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা দিচ্ছে। আবারও গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে। এসব করে রোখা যাবে না।’
বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, ‘রাজনীতিকে এখন খেলার সঙ্গে তুলনা করা হচ্ছে। রাজনীতিকে যারা খেলার পর্যায়ে এনেছেন, এর জন্য তাঁদের কাফফারা দিতে হবে।’
সভাপতির ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘চলমান আন্দোলনকে চলমান রাখতে হবে। ডিসেম্বরে আন্দোলন নতুন রূপ ধারণ করবে।’
‘বিএনপির পরিণতি হেফাজতের মতো হবে’—আওয়ামী লীগ নেতা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উন্মাদ হয়ে গেছেন। তাঁরা বলছেন, হেফাজতের মতো পরিণতি হবে। তার মানে কি সরকার হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে? যত বাধাই আসুক, ১০ ডিসেম্বর আমরা জমায়েত হব।’
১০ ডিসেম্বর নিয়ে সরকার অস্থির হয়ে গেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এতে ভয় কীসের? এবার যে কী হবে সব জারিজুরি ফাঁস হয়ে গেছে আপনাদের। সামনের সময়টা আপনাদের বিদায় নেওয়ার সময়। আর কিছু করার নেই আপনাদের।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। আজ বৃহস্পতিবার তিনি দলের আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
৩৯ মিনিট আগে
আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তবে এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না মুরসালীন।
৩ ঘণ্টা আগে