নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি সেলিমের পুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রেকর্ড ভোটে নৌকার জয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ সময় তাঁর বাবা হাজি সেলিম উপস্থিত ছিলেন।
সোলায়মান সেলিম বলেন, ‘আমরা চেষ্টা করব, সব দল যাতে শৃঙ্খলার সঙ্গে নিজেদের প্রচার-প্রচারণা করতে পারে। আমরা কোনো ধরনের রেষারেষিতে যাব না। বাবার প্রতি জনগণের যে আস্থা আছে তা ধরে রাখার চেষ্টা করব।’
রেকর্ড ভোটে নৌকা জয়লাভ করবে জানিয়ে ঢাকা-৭ আসনের এই প্রার্থী আরও বলেন, ‘রেকর্ড ভোট প্রদান করে আগের মতো শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।’
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে।
একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১–৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি সেলিমের পুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রেকর্ড ভোটে নৌকার জয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ সময় তাঁর বাবা হাজি সেলিম উপস্থিত ছিলেন।
সোলায়মান সেলিম বলেন, ‘আমরা চেষ্টা করব, সব দল যাতে শৃঙ্খলার সঙ্গে নিজেদের প্রচার-প্রচারণা করতে পারে। আমরা কোনো ধরনের রেষারেষিতে যাব না। বাবার প্রতি জনগণের যে আস্থা আছে তা ধরে রাখার চেষ্টা করব।’
রেকর্ড ভোটে নৌকা জয়লাভ করবে জানিয়ে ঢাকা-৭ আসনের এই প্রার্থী আরও বলেন, ‘রেকর্ড ভোট প্রদান করে আগের মতো শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।’
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে।
একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১–৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।
২৩ মিনিট আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার বেলা ৩টায় মাওলানা মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে