নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দুই শতাধিক শিক্ষার্থী ও জনতার স্মরণে শোক মিছিল করেছে দেশের বাম রাজনৈতিক দলের সমন্বিত জোট। এ সময় ছাত্র-জনতার হত্যার দায় নিয়ে সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ের সামনে শোক মিছিলে অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় শোক মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক মিছিলে অংশ নিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান সরকারের কারণে আজকে বাংলাদেশে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, যা অতীতে কোনো দিন হয়নি। সুতরাং এই হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদের পথ ধরে এই আন্দোলন চলবে।
এই সময় সরকারের পদত্যাগের দাবি জানিয়ে প্রিন্স বলেন, ছাত্ররা একটি বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেছিল, কিন্তু সরকার ছাত্রদের ওপর নির্বিচারে হত্যা সংঘটিত করে। তাই এই হত্যাকাণ্ড ও হত্যাযজ্ঞের রাজনৈতিক সমাধান করতে হবে। আর এই হত্যাকাণ্ডের দায় নিয়ে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানান সিপিবির এই নেতা। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা নিন্দা ও এর দ্রুত বিচার দাবি করেন তিনি।
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষের যে ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই কোটা সংস্কার আন্দোলন। আপনারা তাঁদের রাজাকার বলে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছেন। এই নতুন প্রজন্মই মুক্তিযুদ্ধের চেতনার মূল ধারক ও বাহক।
ফ্যাসিবাদবিরোধী বাম জোটের নেতা বেলাল চৌধুরী বলেন, ‘শত শত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি। সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বিজিবি, পুলিশ, ছাত্রলীগ লেলিয়ে দিয়ে শেখ হাসিনা ও শাসক দলের নেতারা দেশকে রক্তাক্ত করেছে। তিনটি প্রহসনের নির্বাচনের পর এবার তিনি দেশের ছাত্র-জনতার ওপর যুদ্ধ ঘোষণা করেছেন।’
দেশের চলমান সংকট, ছাত্রদের হত্যা, নির্যাতন-নিষ্পেষণের দায় নিয়ে শেখ হাসিনার সরকারের পদত্যাগ দাবি করেন সাম্যবাদী দলের এই কেন্দ্রীয় নেতা। একই সঙ্গে অবৈধভাবে এপিসির মতো সমরাস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানান।
এই সময় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদের বিভিন্ন স্তরের নেতারা শোক মিছিলে অংশ নেন। শোক মিছিলের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সিপিবির প্রধান কার্যালয়ে সামনে থেকে মিছিল নিয়ে দৈনিক বাংলা ও পল্টন মোড় ঘুরে পরে সিপিবির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দুই শতাধিক শিক্ষার্থী ও জনতার স্মরণে শোক মিছিল করেছে দেশের বাম রাজনৈতিক দলের সমন্বিত জোট। এ সময় ছাত্র-জনতার হত্যার দায় নিয়ে সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ের সামনে শোক মিছিলে অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় শোক মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক মিছিলে অংশ নিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান সরকারের কারণে আজকে বাংলাদেশে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, যা অতীতে কোনো দিন হয়নি। সুতরাং এই হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদের পথ ধরে এই আন্দোলন চলবে।
এই সময় সরকারের পদত্যাগের দাবি জানিয়ে প্রিন্স বলেন, ছাত্ররা একটি বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেছিল, কিন্তু সরকার ছাত্রদের ওপর নির্বিচারে হত্যা সংঘটিত করে। তাই এই হত্যাকাণ্ড ও হত্যাযজ্ঞের রাজনৈতিক সমাধান করতে হবে। আর এই হত্যাকাণ্ডের দায় নিয়ে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানান সিপিবির এই নেতা। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা নিন্দা ও এর দ্রুত বিচার দাবি করেন তিনি।
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষের যে ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই কোটা সংস্কার আন্দোলন। আপনারা তাঁদের রাজাকার বলে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছেন। এই নতুন প্রজন্মই মুক্তিযুদ্ধের চেতনার মূল ধারক ও বাহক।
ফ্যাসিবাদবিরোধী বাম জোটের নেতা বেলাল চৌধুরী বলেন, ‘শত শত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি। সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বিজিবি, পুলিশ, ছাত্রলীগ লেলিয়ে দিয়ে শেখ হাসিনা ও শাসক দলের নেতারা দেশকে রক্তাক্ত করেছে। তিনটি প্রহসনের নির্বাচনের পর এবার তিনি দেশের ছাত্র-জনতার ওপর যুদ্ধ ঘোষণা করেছেন।’
দেশের চলমান সংকট, ছাত্রদের হত্যা, নির্যাতন-নিষ্পেষণের দায় নিয়ে শেখ হাসিনার সরকারের পদত্যাগ দাবি করেন সাম্যবাদী দলের এই কেন্দ্রীয় নেতা। একই সঙ্গে অবৈধভাবে এপিসির মতো সমরাস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানান।
এই সময় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদের বিভিন্ন স্তরের নেতারা শোক মিছিলে অংশ নেন। শোক মিছিলের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সিপিবির প্রধান কার্যালয়ে সামনে থেকে মিছিল নিয়ে দৈনিক বাংলা ও পল্টন মোড় ঘুরে পরে সিপিবির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৫ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৭ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৮ ঘণ্টা আগে