নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও দুই মামলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক পৃথক পৃথকভাবে এই জামিন মঞ্জুর করেন।
এদিকে আমীর খসরু মাহমুদের ৮ মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিন আবেদন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এর আগে ১০ জানুয়ারি মির্জা ফখরুলকে ৯ মামলায় জামিন দেওয়া হয়।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয় গত ১৮ ডিসেম্বর। এই মামলায় দুজনকে একই সঙ্গে জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন। এই মামলায় জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত আমীর খসরুকে জামিন দেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয় ও ১০ মামলায় আমীর খসরুকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলের জামিন হয়নি। হাইকোর্ট সম্প্রতি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও দুই মামলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক পৃথক পৃথকভাবে এই জামিন মঞ্জুর করেন।
এদিকে আমীর খসরু মাহমুদের ৮ মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিন আবেদন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এর আগে ১০ জানুয়ারি মির্জা ফখরুলকে ৯ মামলায় জামিন দেওয়া হয়।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয় গত ১৮ ডিসেম্বর। এই মামলায় দুজনকে একই সঙ্গে জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন। এই মামলায় জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত আমীর খসরুকে জামিন দেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয় ও ১০ মামলায় আমীর খসরুকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলের জামিন হয়নি। হাইকোর্ট সম্প্রতি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৪ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৫ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৬ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৮ ঘণ্টা আগে