নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও দুই মামলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক পৃথক পৃথকভাবে এই জামিন মঞ্জুর করেন।
এদিকে আমীর খসরু মাহমুদের ৮ মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিন আবেদন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এর আগে ১০ জানুয়ারি মির্জা ফখরুলকে ৯ মামলায় জামিন দেওয়া হয়।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয় গত ১৮ ডিসেম্বর। এই মামলায় দুজনকে একই সঙ্গে জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন। এই মামলায় জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত আমীর খসরুকে জামিন দেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয় ও ১০ মামলায় আমীর খসরুকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলের জামিন হয়নি। হাইকোর্ট সম্প্রতি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও দুই মামলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক পৃথক পৃথকভাবে এই জামিন মঞ্জুর করেন।
এদিকে আমীর খসরু মাহমুদের ৮ মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিন আবেদন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এর আগে ১০ জানুয়ারি মির্জা ফখরুলকে ৯ মামলায় জামিন দেওয়া হয়।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয় গত ১৮ ডিসেম্বর। এই মামলায় দুজনকে একই সঙ্গে জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন। এই মামলায় জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত আমীর খসরুকে জামিন দেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয় ও ১০ মামলায় আমীর খসরুকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলের জামিন হয়নি। হাইকোর্ট সম্প্রতি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৬ ঘণ্টা আগে