নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে এ কথা বলেন নুর।
যেসব দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন তাঁদের সাধুবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘সরকার আগের মতো নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
চলমান আন্দোলন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জানিয়ে নুর বলেন, ‘দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই অবৈধ সরকার হঠানো জরুরি হয়ে পড়েছে।’ সরকার আবারও নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের এই সংকটে বিচারক, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ভাবতে হবে আমরা এই দেশে বাকশাল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করবো নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করবে।’
সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীতে শুধু ভোট বর্জন নয়, দলীয় সরকারের অধীনে সমস্ত নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৪ ও ১৮ মার্কা নির্বাচন আর বাংলাদেশে হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ডা. জাফর মাহমুদ প্রমুখ।

দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে এ কথা বলেন নুর।
যেসব দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন তাঁদের সাধুবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘সরকার আগের মতো নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
চলমান আন্দোলন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জানিয়ে নুর বলেন, ‘দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই অবৈধ সরকার হঠানো জরুরি হয়ে পড়েছে।’ সরকার আবারও নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের এই সংকটে বিচারক, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ভাবতে হবে আমরা এই দেশে বাকশাল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করবো নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করবে।’
সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীতে শুধু ভোট বর্জন নয়, দলীয় সরকারের অধীনে সমস্ত নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৪ ও ১৮ মার্কা নির্বাচন আর বাংলাদেশে হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ডা. জাফর মাহমুদ প্রমুখ।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৯ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১০ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১০ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১০ ঘণ্টা আগে