নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘আমরা মনে করি, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব ছিল টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা। কারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার।’
এদিকে এনডিএম অভিযোগ করেছে বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে।
সেই দলের নাম উল্লেখ না করে ববি হাজ্জাজ বলেন, ‘সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি।’
দলের নাম জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, ‘এখানে কোন বিশেষ দলের নাম বলছি, কোন বিষয় যেটা বলেছি, তাতে আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে।’
ন্যূনতম ১০ শতাংশ আসনে তরুণ প্রার্থী দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এনডিএম। এমপি পদে নির্বাচনের বয়স কমিয়ে ২১ করা বর্তমান বাস্তবতায় কতটা সম্ভব, সেটা নিয়ে প্রশ্ন তোলে দলটি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজ সকাল ১০টার দিকে শুরু হওয়া বৈঠকটি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে কমিশনের সদস্য সফর রাজ হোসেন ও ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিনসহ আটজন সদস্য উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি লিখিত প্রস্তাবের মধ্যে ৯৪টি একমত, দ্বিমত ২৫, আংশিকভাবে একমত ৪৪ এবং ৩টি প্রশ্নে মতামত জমা দেয়নি এনডিএম। তবে আজকের সংলাপে আংশিকভাবে দ্বিমত থাকা আরও কিছু বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘ব্যাখ্যা দেওয়ার পরে আমরা ১০০টির অধিক প্রস্তাবে একমত হয়েছি।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘আমরা মনে করি, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব ছিল টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা। কারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার।’
এদিকে এনডিএম অভিযোগ করেছে বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে।
সেই দলের নাম উল্লেখ না করে ববি হাজ্জাজ বলেন, ‘সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি।’
দলের নাম জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, ‘এখানে কোন বিশেষ দলের নাম বলছি, কোন বিষয় যেটা বলেছি, তাতে আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে।’
ন্যূনতম ১০ শতাংশ আসনে তরুণ প্রার্থী দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এনডিএম। এমপি পদে নির্বাচনের বয়স কমিয়ে ২১ করা বর্তমান বাস্তবতায় কতটা সম্ভব, সেটা নিয়ে প্রশ্ন তোলে দলটি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজ সকাল ১০টার দিকে শুরু হওয়া বৈঠকটি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে কমিশনের সদস্য সফর রাজ হোসেন ও ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিনসহ আটজন সদস্য উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি লিখিত প্রস্তাবের মধ্যে ৯৪টি একমত, দ্বিমত ২৫, আংশিকভাবে একমত ৪৪ এবং ৩টি প্রশ্নে মতামত জমা দেয়নি এনডিএম। তবে আজকের সংলাপে আংশিকভাবে দ্বিমত থাকা আরও কিছু বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘ব্যাখ্যা দেওয়ার পরে আমরা ১০০টির অধিক প্রস্তাবে একমত হয়েছি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে